এখন পড়ছেন
হোম > অন্যান্য > মা দুগ্গার হাত ধরেই কি অবশেষে সুখবর? বাংলায় করোনা সংক্ৰমন অবশেষে নিম্নমুখী! বাড়ছে স্বস্তি

মা দুগ্গার হাত ধরেই কি অবশেষে সুখবর? বাংলায় করোনা সংক্ৰমন অবশেষে নিম্নমুখী! বাড়ছে স্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উৎসবের মুখে করোনা সংক্রমণ নিয়ে চিন্তায় ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রশাসনের সকলেই। সেই সঙ্গে পুজোর আগেই হাইকোর্টের নির্দেশে প্রতিটি পূজা মণ্ডপকে কন্টেনমেন্ট জোন করে দেওয়া হয়েছিল। এছাড়া পুজোয় সাধারণ মানুষকে সুস্থ থাকার জন্য বারবার করোনা সতর্কতা পালনের জন্য আর্জি জানানো হয়েছিল।

সেই সঙ্গে যারা পুজো মণ্ডপে আসবেন তাদের ক্ষেত্রে করোনা বিধি পালন করা থেকে শুরু করে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কথা বলা হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে করোনা সতর্কতার সংক্রমনের যে চিত্র ফুটে উঠেছিল, তাতে কলকাতা ছিল করোনা সংক্রমণের দিক থেকে রাজ্যের প্রথম স্থানে সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলা নিয়েও সর্তকতা চূড়ান্ত ছিল।

তাই মানুষকে বারবার আনন্দে মেতে ওঠার আগে সতর্ক হতে বলা হচ্ছিল। তবে মহাসপ্তমীর সকালে সুখবর পাওয়া গেছে স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে। জানা গেছে মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। তাই রাজ্যে করোনার সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হবার সঙ্গে সঙ্গে রাজ্যে মৃত্যু সংখ্যাও কমেছে। তাই রাজ্যজুড়ে আতঙ্কের মধ্যেও কিছুটা স্বস্তি পেয়েছে বাংলার মানুষ।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন। বৃহস্পতিবার যে সংখ্যাটা ৪ হাজার ১৫৭ জন ছিল, সেখানে হার কমেছে বলেই দেখা গেছে। সেইসঙ্গে এরফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছে কলকাতায়। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯৬ জন। এর পরেই রয়েছ উত্তর ২৪ পরগনার নাম। এখানে একদিনে আক্রান্ত হয়েছে ৮৮৬ জন। সেই সঙ্গে উত্তরবঙ্গে সর্বাধিক আক্রান্ত দেখা গেছে দার্জিলিং-এ।

বস্তুত, এখানে পর্যটক আসা শুরু হতেই এই কাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে এখানে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৮৯ জন। তবে সেই সঙ্গে রাজ্যের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, জলপাইগুড়ি জেলাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যে আক্রান্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে আগের দিনের তুলনায় করোনা থেকে সেরে ওঠার হারও সামান্য বেড়েছে বলেই জানা গেছে। বস্তুত আগের দিন যেখানে করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৭.৪৪ শতাংশ, গতকাল তা বেড়ে ৮৭.৪৫ শতাংশ হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে এদিন করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৭৬ জন।

ফলে বাংলায় করোনাজয়ীর মোট সংখ্যা বেড়ে ২ লক্ষ ৯৮ হাজার ৫৮৭ জন হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে এদিন কমেছে মৃত্যুহারও। অন্যদিকে এর আগে যেখানে করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল, এদিন সেই সংখ্যাটা একটু কমে ৬০ জনে দাঁড়ায়েছে বলে জানা গেছে। ফলে শুক্রবার করোনায় রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৮ জন। তাই বাংলা আপাতত খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!