এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজ্যের করোনা চিত্র আশা জাগালেও এখনও চিন্তায় রাখছে এই জেলাগুলি, জেনে নিন বিস্তারিত ভাবে

রাজ্যের করোনা চিত্র আশা জাগালেও এখনও চিন্তায় রাখছে এই জেলাগুলি, জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়ে সুখবর এসেছে বঙ্গে। কারণ দেশের পুরনো বন্ধু রাশিয়ার তরফ থেকে রুশ ভ্যাকসিনের ভারতবর্ষে ট্রায়ালের কথা ঘোষণা করা হয়েছিল কিছুদিন আগেই। আর সেই ট্রায়াল বাংলার সাগর দত্ত মেডিকেল কলেজে হতে চলেছে সে কথা জানা গিয়েছিল গতকালই।

এমন পরিস্থিতিতে তাই বাংলার মানুষের কাছে করোনা ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে খানিকটা স্বস্তি দিয়েছে বলেই মনে করছেন অনেকে। যদিও এটি ভ্যাকসিনের কেবলমাত্র দ্বিতীয় ট্রায়ালই হচ্ছে ভারতে। সেক্ষেত্রে দেখতে গেলে অক্সফোর্ডের ভ্যাকসিনটি সেই দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবুও ভ্যাকসিন নিয়ে আসা ছাড়তে রাজি নন এখনই বাংলার মানুষ।

তবে বলতে গেলে ভ্যাকসিন নিয়ে যেভাবে পরিকল্পনা শুরু হয়েছে, বস্তুত ভ্যাকসিন আসার পর তা কিভাবে সংরক্ষণ করা হবে বা বন্টন হবে সেই নিয়ে যেমন আলাপ-আলোচনা চলছে, তেমনই সেটারই সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও তরতরিয়ে বাড়ছে বলেই দেখা গেছে। তবে এরই মধ্যে সারাদেশে সংক্রমণের হার খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

তাই আমাদের রাজ্য সেদিক থেকে কি অবস্থায় রয়েছে সে কথা জেনে নেওয়া দরকার। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী করোনা সংক্রমণে সুস্থতার হার ঊর্ধ্বমুখী বলে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত আক্রান্তের নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা এবং তারপরে অবস্থান করছে উত্তর ২৪ পরগনা। এরপর একে একে হাওড়া, মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৭৭ হাজার ৬৫১ জন হয়েছে। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ৭৬১ জন।

এরমধ্যে কলকাতাতে আক্রান্ত হয়েছে ৮৯৪ জন মানুষ। তবে এর পরেই জায়গা করে নিয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত এর সংখ্যা ছিল ৮৮০ জন। দার্জিলিং-এ করোনা আক্রান্তের সংখ্যাটা এখনো সর্বাধিক। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১৩৩ জন। সেইসঙ্গে এখনো চিন্তায় রেখেছে বাংলার কয়েক রাজ্য।

এদের মধ্যে হাওড়াতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৪ জন, দক্ষিণ ২৪ পরগনাতে ২৭২জন, পশ্চিম মেদিনীপুরে ২২৬ জন, নদিয়াতে ১৮১জন,যা নিয়ে চিন্তায় রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনার মারা গেছেন ৫৯ জন। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯০০ জন।

অন্যদিকে এরই মধ্যে রাজ্যবাসীকে সামান্য স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে করোনা জয় করেছেন ৪ হাজার ৫৩ জন। সুতরাং রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৯৯০ জনে। ফলে রাজ্যে সুস্থতার হার হয়েছে ৮৮.৪৪ শতাংশ।

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪,৪৫৭টি করোনা স্যাম্পেল টেস্ট হয়েছে বলেও জানা গেছে। ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৬ লক্ষ ৮৮২টি নমুনা পরীক্ষা হয়েছে বলে পরিসংখ্যান দেওয়া হয়েছে। বস্তুত, দুর্গাপুজোয় সংক্রমণ এড়াতে যেভাবে ব্যবস্থা নিয়েছিল প্রশাসন, এবারও সংক্রমণ ঠেকাতে সেভাবেই কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও নিয়মবিধি ঠিক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!