এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলা দখলের লক্ষ্যে গেরুয়া শিবিরের আরও কড়া ভাষায় আক্রমণ শাসক দলকে

বাংলা দখলের লক্ষ্যে গেরুয়া শিবিরের আরও কড়া ভাষায় আক্রমণ শাসক দলকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাংলায় পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে অঘোষিতভাবে হয়ে চলেছে একের পর এক পাল্টা আক্রমণ। আর এর সবকিছুই বর্তমানে হয়ে চলেছে 2021 এর বাংলার মসনদ দখল করার লক্ষ্যে। অন্যদিকে রাজ্যের গেরুয়া শিবির ইতিমধ্যেই সংগঠনের জোর বাড়িয়ে তৃণমূল শিবিরকে টেক্কা দেওয়ার পথে। আর তার সাথে গেরুয়া শিবিরের পক্ষ থেকে নেতা-নেত্রীরা মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে শাসক দলের প্রতি।

অন্যদিকে সৌমিত্র খাঁ যিনি তৃণমূলের ঘরের ছেলে বলে পরিচিত ছিলেন একসময়, দলবদল করার পর থেকেই তিনি তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছেন। সম্প্রতি তিনি দলীয় সংগঠনের পরিবর্তনের মাধ্যমে রাজ্য যুব বিজেপি সভাপতি নির্বাচিত হয়েছেন। আর তারপর থেকেই তাঁর হাত ধরে ঘাসফুল শিবিরে শুরু হয়েছে ভাঙ্গন। সম্প্রতি সৌমিত্র খাঁ দলীয় বৈঠক করতে পৌঁছান রায়গঞ্জে এবং বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে করে দেন তৃণমূল নেত্রী এবং তৃণমূলের অন্যান্যদের প্রতি।

রবিবার রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডে উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে যোগদান করেন সাংসদ তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তিনি তৃণমূল নেত্রী এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সাংবাদিকদের সামনে তিনি তৃণমূল নেত্রীকে করোনা ভাইরাসের সাথেও তুলনা করেন বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস যেমন গোটা বিশ্বের কাছে আতঙ্কের, তেমনি মমতা ভাইরাস পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরো বেশি আতঙ্কের। তৃণমূল কংগ্রেস নামক ভাইরাস গ্রন্থিকে দূর করতে আমরা রাস্তায় নামবো।’ অন্যদিকে এদিন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ সহযোগে প্রতিবাদ করেন সৌমিত্র খাঁ। সম্প্রতি রাজ্যজুড়ে রাজনৈতিক হানাহানির প্রসঙ্গ উত্থাপন করে এদিন বিজেপি সাংসদ বলেন, রাজ্যে বিজেপি কর্মী এবং কার্যকর্তাদের উপর ইচ্ছাকৃত ভাবে হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

এবং রাজ্য পুলিশ শাসকদলের হামলাকারীদের আড়াল করে চলেছে। এ প্রসঙ্গে তিনি পুলিশ প্রশাসনকেও কটাক্ষ করতে ছাড়েননি। তাঁদেরকে তৃণমূলের লেঠেল বাহিনী বলে ভূষিত করেছেন সৌমিত্রর খাঁ। এদিন সৌমিত্র খাঁ তোলাবাজি এবং কাটমানির অভিযোগ তোলেন শাসকদলের প্রতি এবং উল্লেখযোগ্যভাবে তিনি এদিন পরিষ্কার জানিয়ে দেন, রাজ্যজুড়ে তৃণমূল সরকারের যে ব্যাপক তোলাবাজি এবং কাটমানির প্রসার ঘটেছিল তার প্রতিবাদ করতেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছে, এ রাজ্যে সংগঠনের জোর বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছে গেরুয়া শিবির। আর তাঁদের পরবর্তী লক্ষ্য তখনই স্থির হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।

সেই সূত্রেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনছে গেরুয়া শিবির। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বিরোধী দল এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দলকে রীতিমতো কোণঠাসা করার। তবে শাসক দল যদি এই পরিস্থিতি সামলাতে না পারে, তাহলে তাঁদের কিন্তু অদূর ভবিষ্যতে আরও বিপাকে পড়তে হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। আপাতত 2021 এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই মুহূর্তে যে বাংলার রাজনৈতিক হাওয়া রীতিমতো গরমাগরম, সে ব্যাপারে নিঃসন্দেহ সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!