এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা দখলের লক্ষ্যে চালু হয়ে গেল শাহের চাণক্য নীতি! বুথস্তর থেকেই তৈরী হবে দুর্ভেদ্য দূর্গ

বাংলা দখলের লক্ষ্যে চালু হয়ে গেল শাহের চাণক্য নীতি! বুথস্তর থেকেই তৈরী হবে দুর্ভেদ্য দূর্গ


করোনার থাবায় দেশের পাশাপাশি বাংলাও বিপর্যস্ত। করোনার বাড়বাড়ন্তকে কেয়ার না করে বিজেপি এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছে বাংলায়। বুঝিয়ে দিচ্ছে, যতই করোনা হোক, বাংলা দখলই যে তাঁদের মূল উদ্দেশ্য। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই 18 টি সিট নিয়ে বাংলায় ঘাঁটি গাড়ে বিজেপি। এবং দিন দিন বাংলার মাটিতে চেপে বসছে তাঁরা। এই মুহূর্তে বিজেপির আত্মবিশ্বাস লোকসভা নির্বাচনের 18 টি সিটের কারণে তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসের ওপর নির্ভর করেই বিজেপির আগামী লক্ষ্য বাংলার মসনদ দখল।

এই অবস্থায় এবার আসরে নেমেছেন একসময়ের বুথ ম্যানেজার এবং পরবর্তীতে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে থাকা অমিত শাহ। যেহেতু তিনি নিজে একজন ভোট কর্মী ছিলেন একসময়, তাই বুথ স্তরের সংগঠন হওয়াটা যে কতটা জরুরি তা তিনি হাড়ে মজ্জায় বোঝেন। ঠিক সেভাবেই 2014 সালে উত্তরপ্রদেশে তৃণমূল স্তরে বিজেপির সংগঠনকে রীতিমত পোক্ত করে গেরুয়া ঝড় তুলেছিলেন অমিত শাহ। তাই বাংলায় বুথ ভিত্তিক সংগঠনের জোর আরোও শক্তপোক্ত হওয়াটা যে কতটা জরুরী তা তিনি ভালোই বোঝেন।

তাই এবার 2021 এর মসনদ দখলের লড়াইকে মাথায় রেখে দিল্লি থেকে সোজা প্রাক্তন সর্বভারতীয় সভাপতির নির্দেশ বুথ কমিটিতে কোন রকম জল মেশানো চলবে না। বুথ কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে নেতাদের এবং বুথ কমিটির সদস্যদের বাছাইয়ের ক্ষেত্রে যাঁরা ডাকাবুকো কর্মী অর্থাৎ শাসকদলের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে, তাঁদেরকে দিতে হবে অগ্রাধিকার। দিল্লির দিকে তাকালেই বোঝা যায়, শেষবেলার সংসদ-নেতাদের নিয়ে রীতিমতো ঝড় তুলে দেয় বিজেপি শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও তাতে শেষ রক্ষা হয়নি। কারণ ভোটের হার বাড়লেও আসন সংখ্যার নিরিখে বিজেপি পিছিয়ে পড়ে ভোটের আসরে। বিতর্ক সূচক মন্তব্য যে দিল্লির ভোটেও প্রভাব ফেলেছে সে কথা এক কথায় স্বীকার করে নিয়েছেন অমিত শাহ। তবে দিল্লির সাংগঠনিক দুর্বলতা নজর এড়ায়নি তাঁর। দিল্লি থেকে শিক্ষা নিয়ে এবার বিজেপি সম্পূর্ণভাবে বাংলার দিকে নজর দিয়েছে। কোনরকম ভুল করতে নারাজ গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের ভোটের বিশেষ পার্থক্য আছে।

এ রাজ্যে তৃণমূল স্তরে সংগঠন যদি পোক্ত না হয় তাহলে অচিরেই হারের সম্মুখীন হতে হবে একথা এ রাজ্যের সবকটি রাজনৈতিক দল জানে। আর সেই কারণেই এবার বিজেপি শিবিরের শক্তিশালী পদাতিক বাহিনী তৈরি করার দিকে মন দিয়েছেন অমিত শাহ। তিনি এও জানেন, তৃণমূল স্তরে বহুলাংশেই জল মেশানোর কিছুটা প্রবণতা থাকে। তাই খাতায়-কলমে নয়, তিনি নেতাদের সঙ্গে কমিটির সদস্যদের সাক্ষাৎকারকেই গুরুত্ব দিচ্ছেন সর্বাধিক। শুধু তাই নয়, তাঁর নির্দেশ যাকে-তাকে বুথ কমিটিতে রাখা চলবে না।

বিশেষজ্ঞদের মতে, অমিত শাহ বিজেপি শিবিরে রাজনৈতিক চাণক্য বলেই পরিচিত। তাই 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় বিজেপি সভাপতি যে বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে চলবেন, সে কথা চোখ বন্ধ করেও বলা যায়। আর তাই গেরুয়া শিবিরে আনলক ওয়ান এর মধ্যেই শুরু হয়ে গেছে 2021 এর বিধানসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরির কাজ। ইতিমধ্যে ভার্চুয়ালি প্রচার সেরে ফেলেছেন অমিত শাহ। আপাতত আগামী দিনে শাসক দলকে উৎখাত করতে পারে কিনা বিজেপি শিবির সেদিকেই এখন লক্ষ্য রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!