এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলা দখল করতে মনীষীদের অবলম্বন বিজেপির, জেনে নিন রণকৌশল!

বাংলা দখল করতে মনীষীদের অবলম্বন বিজেপির, জেনে নিন রণকৌশল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখল করতে এখন রীতিমত বাংলার আবেগকে স্পর্শ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আবেগের ওপর ভর করে বাংলা দখল করতে বিজেপির বড় অবলম্বন হতে চলেছে বাংলার মনীষীরা। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই মনীষীদের সম্মান জানানোর জন্য নানা কর্মকাণ্ড এবং উদ্যোগ নিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা অনুভব করেছেন যে, বাংলা দখলের ক্ষেত্রে বাংলা ভাষার ওপর জোর দেওয়া এবং বাংলার মনীষীদের আরও বেশি করে সম্মান জানাতে হবে। আর তার মধ্যে দিয়েই সাধারণ মানুষের মন জয় করতে হবে বিজেপিকে। আর তাই বারবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিশিষ্ট মনীষীদের স্মৃতি সংরক্ষিত জায়গা পরিদর্শন করে সেই মনীষীদের প্রতি সম্মান জ্ঞাপন করছেন।

ইতিমধ্যেই বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষায় তাদের বক্তব্য রেখেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের গলায় শোনা গেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম, বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বিভিন্ন মহান মনীষীদের কথা তুলে ধরে বাংলার মানুষের মন জয় করা যে বিজেপির কেন্দ্রীয় স্তরের হাইপ্রোফাইল নেতাদের প্রধান উদ্দেশ্য, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে।

অনেকে বলছেন, বিজেপি উপলব্ধি করেছে, বর্তমানে তৃণমূল কংগ্রেস তাদের চাপে রাখতে বাংলা বিদ্বেষী দল বলে বিজেপিকে কটাক্ষ করছে। এমনকি বিজেপির নেতারা রাজ্যে আসলেও, তাদের বাংলা ভাষা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই বলেও সরব হয়েছে ঘাসফুল শিবির। যার পাল্টা জবাব দিতে বারবার রাজ্যে এসে সেই বাংলা ভাষায় নিজেদের বক্তব্য শুরু করে বাংলার মনীষীদের নাম নিয়ে মাস্টারস্ট্রোক দিতে শুরু করেছেন বিজেপি নেতারা। আর এই ঘটনাতেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে, বিজেপি 2021 সালে বাংলার ক্ষমতা দখল করতে মহান মনীষীদের আবেগের ওপর ভর করে মানুষের মন জয় করতে চাইছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন এর সাথে বাংলার নির্বাচনের কিছুটা হলেও পার্থক্য রয়েছে এই বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিশিষ্ট মহান মানুষদের জন্ম হয়েছে তাই নির্বাচনের সময়ে সেই সমস্ত মানুষদের লেখনি মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের গলায় ফুটে ওঠে। সেদিক থেকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এই মহান মনীষীদের কথা তুলে ধরে নির্বাচনে নিজেদের বাংলা দরদী দল হিসেবে তুলে ধরতে বারবার সচেষ্ট রয়েছে। অন্যদিকে বিজেপি যখন বাংলার ক্ষমতা দখল করতে তৎপর, তখন তারা বাংলা সম্পর্কে কিছু জানে না বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডার বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ করে মন জয় করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, বাংলার বুদ্ধিজীবী সমাজকে নিজেদের কাছে টেনে নিয়ে পদ্ম ফোটানোর সুকৌশলী কাজ শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে এখন যে বাংলার মনীষীরা সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে ভারতীয় জনতা পার্টির কাছে, তা বলাই যায়। তবে তৃণমূলের সংস্কৃতি প্রেমের কাছে বিজেপি এই মহান মনীষীদের কথা এবং আবেগ তুলে ধরে কতটা মানুষের মন জয় করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!