এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলা এগিয়ে গেছে বলে বিজেপির হিংসা হচ্ছে।” – খেজুরির সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

“বাংলা এগিয়ে গেছে বলে বিজেপির হিংসা হচ্ছে।” – খেজুরির সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পূর্ব মেদিনীপুরে একাধারে তিনটি জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হলদিয়ার সুতাহাটাতে জনসভা করেছেন তিনি, এরপর তিনি জনসভা করলেন খেজুরির বামনচকে, এরপর জনসভা রয়েছে পাঁশকুড়ার মেচোগ্রামে। হলদিয়ার জনসভার পর খেজুরির জনসভা থেকেও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বাংলা এগিয়ে গেছে বলেই হিংসা হচ্ছে বিজেপির।

খেজুরির সভা থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছে যে, পিএম কেয়ার্স ফান্ডের টাকা, নোট বন্দির টাকা কোথায় গিয়েছে? উজ্জ্বলার টাকা নিয়েছে বিজেপি? দুর্নীতিতে ভরে গেছে বিজেপি। গ্যাসের দাম ৮০০ টাকা করা হয়েছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। কৃষকরা প্রায় ১ বছর ধরে আন্দোলন করছেন। নির্বাচনের সময় মৎস্যজীবীদের কথা বলা হচ্ছে। ভোটের পর সমস্ত মাছ লুট করে নিয়ে যাবে বিজেপি।

এরপর শুভেন্দু অধিকারী সহ দলত্যাগী প্রাক্তন তৃণমূলীদের নাম না নিয়েও তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, আগে হলদিয়াতে কয়েকজনের তাণ্ডব চলত। গদ্দার, মীরজাফরেরা দল ছেড়ে চলে গেছে, তাই তিনি বেঁচে গেছেন। পূর্ব মেদিনীপুর আসতে দেয়া হতো না আগে। এখানে জমিদারি চালাতো গদ্দাররা। করে খাবার জন্য আজ তাঁরা বিজেপিতে যোগদান করেছেন। কেউ বলছেন, ২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এরপরই তিনি জানালেন যে, বাংলা এগিয়ে গেছে বলেই হিংসা হচ্ছে বিজেপির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খেজুরির জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, বাংলায় কখনোই এনপিআর করতে দেয়া হবে না। ৭ দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট দেয়া হচ্ছে। দুয়ারে সরকারে আবেদনের মধ্যে দিয়ে আরো ২৫ লক্ষ মানুষকে বাড়ি করে দেয়া হবে। ফের ক্ষমতায় তৃণমূল এলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। জেলায় জেলায় তৈরি করা হবে মেডিকেল কলেজ, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করা হবে। কাউকে বাইরে যাবার প্রয়োজন হবে না।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বাংলাতে এসে বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন করেছেন যে, সাত বছর সরকারে থেকে কি করেছেন তিনি? নিজের নামে তিনি স্টেডিয়াম করেছেন। তিনি প্রশ্ন করেছেন, এরপর হয়তো দেশটাও নিজের নামে করে নেবেন তিনি?

আবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করে জানালেন যে, তেখালির ব্রিজে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তিনি জানান, খেজুরি, চণ্ডীপুর যদি পাশে না থাকতো, তবে নন্দীগ্রামের আন্দোলন কখনোই সফল হতে পারত না। ইটভাটা বন্ধ করতে চেয়েছিল, তিনি তা করতে দেননি। বিজেপি বাংলা থেকে বোল্ড আউট হলেই, ভারত থেকেও বোল্ড আউট হবে। জনতার উদ্দেশ্যে তিনি জানালেন যে, সতর্কভাবে পাহারা দিতে। বিরিয়ানি না খেতে। খেয়ে অসুস্থ হয়ে পড়লেই, ভোট লুট হয়ে যাবে। বাইরে থেকে গুন্ডা আনা হচ্ছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!