এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা এখন অতীত, উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যে গেরুয়া ঝড় তুলতে যুগান্তকারী পদক্ষেপ প্রধানমন্ত্রীর

বাংলা এখন অতীত, উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যে গেরুয়া ঝড় তুলতে যুগান্তকারী পদক্ষেপ প্রধানমন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বিধানসভা নির্বাচনে নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করেছিল বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বরা বারবার এসেছিলেন বঙ্গ সফরে। যাদের মধ্যে অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, শেষ পর্যন্ত তৃণমূলের কাছে পরাস্ত হতে হয় গেরুয়া শিবিরকে। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেও মাত্র ৭৭ টি আসনে থমকে যায় বিজেপির বিজয়রথ। এরপর উপনির্বাচনেও শোচনীয় পরাজয় এসেছে বিজেপির। কিন্তু সামনেই রয়েছে উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে গেরুয়া ঝড় তুলতে এবার বিশেষ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুদিনের বারাণসী সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী সফরে এসে গতকাল তিনি নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের প্রথম ফেজের উদ্বোধন করেছেন। এরপর আজ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। জানা গেছে এই বৈঠকে উপস্থিত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা, এছাড়াও বিজেপির বেশকিছু কেন্দ্রীয় পদাধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বৈঠকে উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্য গুলির শাসন, আইন পরিস্থিতি, সরকারের জনপ্রিয়তা এই সমস্ত কিছু নিয়েও আলোচনা চলবে। প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বিজেপি শাসিত রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা।

বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে উত্তরপ্রদেশ সহ ৫ টি রাজ্যে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে টিকে থাকতে হলে এই রাজ্যগুলির ক্ষমতা ধরে রাখা বিশেষ জরুরী। আজকের এই বৈঠকে এই রাজ্যগুলির নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি হতে পারে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই এই বৈঠকের দিকে নজর রয়েছে দেশের রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!