এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা জয়ের পর কি এবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠতে চলেছেন?

বাংলা জয়ের পর কি এবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠতে চলেছেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার ভোটে বিপুল জয়ের পর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী হিসাবে কি অন্যতম মুখ হয়ে উঠতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হিসাব কিন্তু সেরকমই বলছে। 2019 এর লোকসভা নির্বাচনের পর নিরঙ্কুশভাবে দেশের ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি শিবির। তারপর থেকেই একটি একটি করে রাজ্য অধিগ্রহণের পথে নেমেছিল গেরুয়া শিবির। বাংলার পালা আসতেই সমস্ত হিসেব-নিকেশ গন্ডগোল হয়ে গেল।

বাংলা দখলের লক্ষ্যে নেমে কার্যত কোণঠাসা হয়ে পড়ল গেরুয়া শিবির। 2021 এ বিপুল ভোটে জয় পেয়ে ক্ষমতায় ফিরলেন তৃতীয়বারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 200 আসন তো দূরের কথা কোনরকমে দুই অঙ্কের আসন ধরে রেখেই সন্তুষ্ট থাকতে হল বিজেপিকে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে 2024 এ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য প্রচার শুরু করবে দেশের অবিজেপি রাজনৈতিক দলগুলি বলে মনে করা হচ্ছে  এবং সেরকমই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

একুশের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে তৃণমূল শিবিরকে কিন্তু একেবারে পেড়ে ফেলেছিল গেরুয়া শিবির। হেভিওয়েট তারকারা ক্রমাগত প্রচার চালিয়ে গেছে গেরুয়া শিবিরের হয়ে। এমনকি শেষ বেলায় মিঠুন চক্রবর্তীও বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে গেছেন। পাশাপাশি অনেকেই ভেবে নিয়েছিলেন, নির্বাচন কমিশনের বাড়তি তৎপরতায় এবার রাজ্যে পরিবর্তন হতে চলেছে। কিন্তু যেরকম ভাবা হয়েছিল, ঠিক তার উল্টো ছবি উঠে এলো ফলাফলে। হুইল চেয়ারে বসে তৃণমূলনেত্রী একা যেভাবে রাজ্যজুড়ে প্রচার চালিয়েছেন, তা কিন্তু দেখা যাচ্ছে মোদি-শাহ-নাড্ডাদের কড়া টক্কর দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত গোটা দেশের নজর ছিল এবারের বাংলার বিধানসভা নির্বাচনের দিকে। আর তাই তৃণমূলের জয়ের পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একের পর এক অবিজেপি নেতাদের শুভেচ্ছা আসতে শুরু করে। যেমন- উদ্ধব ঠাকরে থেকে সোনিয়া গান্ধী, অমরিন্দর সিং, অখিলেশ যাদব, নবীন পট্টনায়ক, অরবিন্দ কেজরিওয়ালের নাম করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপিকে বিপুল ভোটে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে যে অন্যতম উল্লেখযোগ্য স্থানে উঠে এসেছেন, সে কথা বলাইবাহুল্য।

বিজেপি বিরোধী শক্তি হিসেবে অন্যতম মুখ হয়ে উঠলেন তিনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে বিজেপি বিরোধী শক্তির অন্যতম নেত্রী হিসেবে ইতিমধ্যেই জাতীয় স্তরের রাজনৈতিক নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিচ্ছেন বলেও জানা যাচ্ছে। আর তার সাথেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, 2024 সালে বিজেপি সরকারের বিরুদ্ধে মাথা তুলতে চলেছে তৃতীয় ফ্রন্ট।

গতকাল বাংলার সাথে সাথে আরও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এবং সেখানে দেখা গিয়েছে আসাম এবং পন্ডিচেরি বাদ দিয়ে বাংলা, কেরল এবং তামিলনাড়ুতে রীতিমতো বহড়ান হেরেছে  গো হারান হেরেছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল। অতএব মনে করা হচ্ছে, দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া কিন্তু ক্রমশ পালে লাগছে। সেক্ষেত্রে 2024 এ গেরুয়া শিবিরকে হারানোর জন্য কি এবার তৃতীয় ফ্রন্টের অন্যতম মুখ হয়ে উঠতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!