এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলা কি ফাটাকেষ্টকেই চাইছে! চর্চা শুরু

বাংলা কি ফাটাকেষ্টকেই চাইছে! চর্চা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে নাম লেখানোর পরেই গুঞ্জন তৈরি হয়েছে, এবার কি বাংলার মাটিতে বিজেপি জয়লাভ করলে মসনদে বসতে চলেছেন এমএলএ ফাটাকেষ্ট? বস্তুত, রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর হতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপর থেকেই এমন একজন বাঙালি মুখ তথা সকলের প্রিয় পরিচিত মহাগুরুকেই কি আগামী দিনে মুখ্যমন্ত্রী মুখ করে এগিয়ে যেতে শুরু করবে ভারতীয় জনতা পার্টি! তা নিয়ে ক্রমশ জল্পনা বাড়তে শুরু করেছে।

অনেকেই বলতে শুরু করেছেন, মিঠুন চক্রবর্তীকে নিয়ে জল্পনা বাড়াটাই স্বাভাবিক। কেননা বারবার বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবে, তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এমনকি একসময় রাজ্যে এসে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী মুখ হবেন। সেদিক থেকে মিঠুন চক্রবর্তীর মত বিশিষ্ট অভিনেতা তথা সুপারস্টার গেরুয়া শিবিরে যোগদান করায় তার পক্ষে যে পাল্লা অত্যন্ত ভারী হতে চলেছে, তা বলাই যায়। আর এমত পরিস্থিতিতে সেই মিঠুন চক্রবর্তী এখন রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন এই মিঠুন চক্রবর্তী। পরবর্তীতে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে সরে যেতে দেখা যায় তাকে। কিন্তু সম্প্রতি আবার রাজনীতিতে পদার্পণ করেছেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু করেছেন সুপারস্টার। তৃণমূলের পক্ষ থেকে সব সময় দাবি করা হয়, বিজেপির সঠিক কোনো মুখ নেই।

কিন্তু মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে যোগদান করার পর তাকে তারকা প্রচারক হিসেবে কাজে লাগাবে গেরুয়া শিবির বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে আগামী দিনে তৃণমূলকে চাপে ফেলতে নির্বাচনের পর যদি বিজেপি জয় লাভ করে, তাহলে কি মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী মুখ, এখন তা নিয়ে জল্পনা এবং চর্চা ক্রমশ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!