এখন পড়ছেন
হোম > রাজ্য > রামনবমী উদযাপন নিয়ে বাংলায় এবার বিজেপি তৃণমূলে কার্যত রাম-রাবণের যুদ্ধ

রামনবমী উদযাপন নিয়ে বাংলায় এবার বিজেপি তৃণমূলে কার্যত রাম-রাবণের যুদ্ধ

গত বছরের মতো চলতি বছরেও সারা রাজ্যে রামনবমী পালন করবে সঙ্ঘ পরিবার। আগামী ২৫ শে মার্চ রাম নবমীর দিনে সারা রাজ্যে মিছিল-মিটিং, জনসভা, আরতির মাধ্যমে তা পালনের পরিকল্পনা রয়েছে তাদের। তবে রামনবমীর দিন উৎসব পালনের এই দায়িত্ব গেরুয়া শিবির কে তুলে দিতে কোনো মতেই রাজী নয় তৃণমূল কংগ্রেস । ফলে রাজ্যে আবার ও ধর্মীয় উৎসব পালনের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের নেতা শচীন্দ্রনাথ সিংহ বললেন,”এ বার সারা বাংলায় অন্তত ৭০০টি স্থানে রামনবমীর মিছিল বেরবে। অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে আসতে বারণ করা হয়েছে। তবে যে সংখ্যক মানুষ মিছিলে আসবেন তাতেই বোঝা যাচ্ছে বাংলায় রামরাজ্য আসার সময় হয়েছে।” এর জবাবে খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা বললেন,” ২৫ মার্চই বোঝা যাবে ময়দানে কারা আছে। রাম আমাদেরও হৃদয়ে রয়েছেন। বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। বাংলার রাম আমাদের দখলেই থাকবেন।” অন্যদিকে কৃষি মন্ত্রী তথা বীরভূমের নেতা আশিস বন্দ্যোপাধ্যায় জানালেন, ”বীরভূমে রামনবমী পালনের জন্য ওই কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি জেলার সর্বত্র রামনবমী পালন করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!