এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাংলা সিরিয়ালের একটি বিশেষ দৃশ্য নিয়ে তোলপাড় নেট দুনিয়া! কারণ জানলে চমকে যাবেন আপনিও!

বাংলা সিরিয়ালের একটি বিশেষ দৃশ্য নিয়ে তোলপাড় নেট দুনিয়া! কারণ জানলে চমকে যাবেন আপনিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারাদিনের বাড়ির কাজ সামলে, পরিবারের সকলের দায়িত্ব পালন করে সন্ধ্যেবেলা একটু ভালো লাগার, শান্তির জায়গা টিভি। টিভিতে অন্যকিছু দেখা নয়, আপনার ঐ পছন্দের সিরিয়াল আর কি! সেসব সিরিয়াল দেখে সুস্থ শরীরকে ব্যস্ত করাই এখন কাজ। যার গল্পের কোনো মাথামুণ্ডু না থাকলেও সেটাকে গোগ্রাসে গিলতে সকলকেই লক্ষ্য করা যায়।

সেই সময় যত দরকারি কাজ আসুক না কেন, তা পরের জন্যই সকলে তুলে রাখেন। এতোই সেই সিরিয়ালের কদর! কিন্তু কি দেখছেন সিরিয়ালে সেটা কি আদৌ কোনদিন মগজাস্ত্র খাটিয়ে ভেবে দেখেছেন? সম্প্রতি সিরিয়ালের ভাইরাল হওয়া একটি দৃশ্য এমন ভাবেই হাসির পাত্র করে তুলেছে সকলকে।

কথা হচ্ছে জি বাংলা চ্যানেল- এর কৃষ্ণকলি নামক ধারাবাহিকের একটি দৃশ্যের। যা আপাতত সোশাল মিডিয়ায় নেটিজেনদের হাসির খোরাক। আসলে ধারাবাহিকের যে দৃশ্যে দেখা গিয়েছে হাসপাতালের বিছানায় মৃত্যুশয্যায় থাকা রোগীকে ইলেকট্রিক শক দিচ্ছেন চিকিৎসকরা।

সাধারণত হৃদরোগে আক্রান্ত কোনও রোগীর ক্ষেত্রে যেরকমভাবে শক দেওয়া। তবে এত অব্দি ঠিক ছিল সবই। তাহলে হাসির কি হল এতে? আরে ডাক্তারদের হাতের জিনিসটি লক্ষ করতেই রোগীর বদলে উল্টে দর্শকই শক খেয়ে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেটি আর কিছুই নয়, একটি বাথরুম স্ক্রাবার। আর সেটি দিয়েই রোগীকে শক দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। কি কান্ড! আরে সে বললে আর কি হবে। গল্পে ওরকম একটু হয়। ওতো ভাবলে চলে নাকি! বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর! তাই না? হ্যাঁ হ্যাঁ, কাজ হওয়ার হলে তাতেই হবে। আর রোগী বেঁচে উঠলে আপনিও পর্দার এপাশ থেকে স্বস্তির নিশ্বাস ফেলবেন। যে যাক বাবা আরও কিছুদিন তবে দেখা যাবে।

আসলে দর্শক টানতে এরকম অনেক ঝক্কি ঝামেলাই সামলাতে হয় নির্মাতা-চিত্রনাট্যকারদের। প্রতিদিন টিআরপি ধরে রাখতে কতরকম কিছু করতে হয়। তাই চমক ছাড়া দর্শক ধরে রাখার উপায় থাকে না। তা তো নয় বোঝা গেলো। কিন্তু এতটাও চমক ঠিক আমাদের দর্শকরা বোধহয় আশা করেনি। সুতরাং হাতে হাতে ফল। সোশাল মিডিয়া জমজমাট উত্তাল হাসি রোলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!