এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলা থেকে ৬ জন আলকায়দা জঙ্গি গ্রেপ্তার হতেই এবার রাজ্যপালের পদত্যাগ দাবি করলেন ফিরহাদ হাকিম

বাংলা থেকে ৬ জন আলকায়দা জঙ্গি গ্রেপ্তার হতেই এবার রাজ্যপালের পদত্যাগ দাবি করলেন ফিরহাদ হাকিম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার এনআইএর তৎপরতায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে ৬ জন আল-কায়েদা জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি ধরা পড়ায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় তুলে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি।

রাজ্যপাল জাগদীপ ধনকার যিনি রাজ্য সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। ইতিপূর্বে বহুবার রাজ্যের পুলিশি ব্যবস্থা, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের প্রতি তিনি অভিযোগ করেছিলেন। সম্প্রতি তিনি মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়ায় রাজ্য সরকারের পুলিশি ব্যবস্থা, প্রসাসন ও আইন শৃঙ্খলাকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন। এর ফলে রাজ্যের গণতন্ত্র বিপন্ন হতে পারে বলে আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপাল মন্তব্য করেছেন যে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বোমা তৈরির কারখানায় পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, পুলিশ, মুখ্যমন্ত্রী কেবল মাত্র বিরোধী রাজনৈতিক দলগুলিকেই আটকে রাখতেই ব্যস্ত। রাজ্যপাল জানিয়েছেন যে, সম্প্রতি এনআইএ পশ্চিমবঙ্গ ও কেরল থেকে ৯ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে, যারমধ্যে ৬ জন্ই হলো পশ্চিমবঙ্গবাসী। তাই রাজ্য সরকার ও রাজ্যের অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের একাধিক অভিযোগ দায়েরের পর রাজ্যপালের বিভিন্ন বক্তব্যর জবাব দিতে এগিয়ে এলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন, রাজ্যপাল তাঁর এই বক্তব্যের মাধ্যমে রাজ্যবাসীকেই অপমান করেছেন। এরপর রাজ্যপালকে পাল্টা আক্রমণ তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গ শান্তির রাজ্য হিসেবেই পরিচিত। এই রাজ্য সর্বদা শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই কাজ করে থাকে। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, পশ্চিমবঙ্গ যদি জঙ্গিদের আঁতুরঘরে পরিণত হয় তবে সর্ব প্রথম রাজ্যপালকেই পদত্যাগ করা উচিত। কারণ, তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে তাকে বলতে শোনা যায়, ” রাজ্যপাল যদি বাংলার সরকার, বাংলার মানুষকে নিয়ে গর্ব না করেন তাহলে তার রাজ্যপাল পদে থাকার অধিকার নেই।”

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করে ফিরহাদ হাকিম জানালেন যে, পশ্চিমবঙ্গ শান্তির রাজ্য। পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করার কোন অধিকার রাজ্যপালের নেই। সেই সঙ্গে তিনি আরো বললেন, ” যে রাজ্যে ৮ জন পুলিশকর্মীকে গুলি করে হত্যা করা হয় সেটা সন্ত্রাসবাদীর আঁতুরঘর হয় নাকি যেখানে সুষ্ঠুভাবে সবকিছু হয় সেটা টেরোরিস্ট রাজ্য? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে, নিয়ম কানুন মেনে অপরাধীকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়।” এরই পাশাপাশি উত্তরপ্রদেশের এক অপরাধীকে গ্রেফতার করে রাজ্যে আনার সময় পুলিশ এনকাউন্টার করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করলেন তিনি।

এভাবেই রাজ্যপাল ও মন্ত্রীর পারস্পরিক অভিযোগ বর্ষণে সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!