এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলা থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ মোদীকে, জমজমাট রাজ্য রাজনীতি!

বাংলা থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ মোদীকে, জমজমাট রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন ভোটের মরসুমে একদল অপর দলকে কটাক্ষ করে নানা অভিযোগ করত। কিন্তু যে নন্দীগ্রাম বিধানসভা এবার গোটা রাজ্যের ভবিষ্যতকে নির্ণয় করবে বলে দাবি করেছিল রাজনৈতিক মহল, সেই নন্দীগ্রাম নিয়ে শুরু হয়েছে তরজা। ভোটের দিন জমি আন্দোলনের আঁতুড়ঘরে বেশকিছু বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। যা দেখে দুই পক্ষই দাবি করেছে, তারা এবারের নির্বাচনে জয় লাভ করছে। একদিকে তৃণমূল প্রার্থী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 90 শতাংশ ভোট পেয়ে তিনি নন্দীগ্রাম আসনে জয়লাভ করবেন।

অন্যদিকে এখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার জয়লাভ এখানে নিশ্চিত। আর এর মাঝেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণের দিন রাজ্যের জয়নগরে প্রচার করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত বলে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলা থেকে ভোটে লড়ার কথা বললেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ন্যক্কারজনক বলে দাবি করেন হেভিওয়েট এই তৃণমূল। আর তারপরেই স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার ভোটের লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানান ডেরেক ও’ব্রায়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ন্যক্কারজনক মন্তব্যে আমরা একেবারেই অবাক হইনি। আমরা প্রধানমন্ত্রী পদকে সম্মান করি। কিন্তু নরেন্দ্র মোদির জন্য কোনো সম্মান নেই। বাংলাকে যদি এতই ভালোবাসেন, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ শেষ দফার ভোটের জন্য মনোনয়ন দাখিল করছেন না কেন! আসুন, লড়াই করুন। আমরা স্বাগত জানাচ্ছি , অনেকে সাংসদকে তো পদত্যাগ করতে বসিয়েছেন। তারা বাংলায় করছেন। আপনারাও লড়ুন না।” স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের এই ওপেন চ্যালেঞ্জের ফলে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রাম এবার রাজ্যের ক্ষমতা কারা দখল করবে, তা নির্ধারণ করার জন্য প্রধান ভূমিকা পালন করবে। তাই ভোট গ্রহণের দিন এই নন্দীগ্রাম নিয়ে তরজা বাড়তে দেখা গেছে শাসক থেকে শুরু করে বিরোধীদের মধ্যে। যেখানে নন্দীগ্রামে তারাই জয়লাভ করছে বলে এক প্রকার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে নিশ্চিত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার পাল্টা জবাব দিতে গিয়ে সেই নরেন্দ্র মোদীকে বাংলার ভোটে লড়ার চ্যালেঞ্জ করলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। সব মিলিয়ে তৃণমূল মুখপাত্রের এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!