বাংলাদেশে নিপীড়িত হিন্দুরা, রক্ষাকর্তা হিসেবে বড় ঘোষণা করে দিলেন শুভেন্দু! বিজেপি রাজনীতি রাজ্য December 11, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলাদেশে যেভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, তার প্রতিবাদ শুরু হয়েছে এপার বাংলায়। প্রথম দিন থেকেই সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওপারের হিন্দুদের নির্যাতন বন্ধ থেকে শুরু করে তাদের রক্ষা করার দাবি জানিয়েছেন তিনি। আর এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপারে যারা নিপীড়িত হিন্দু, তাদের রক্ষা করতে বড় ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওপারে যারা নিপীড়িত হিন্দু, যারা অত্যাচারিত জনজাতি, তারা যদি এপারে আসতে চান, তাহলে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করব। এক্ষেত্রে আপনারা যদি পশ্চিমবঙ্গকে নিরাপদ মনে না করেন, তাহলে আসাম, বিহারের মত রাজ্যে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব।” আপনার মতামত জানান -