বাংলাদেশের ঘটনায় কি দাঙ্গার আতঙ্কে মমতা? সাংবাদিক বৈঠকে একি বললেন মুখ্যমন্ত্রী! তৃণমূল রাজনীতি রাজ্য December 11, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলায় যখন হিন্দুদের কোনো কর্মসূচি হয় বা ওপার বাংলায় যখন হিন্দুরা নির্যাতিত হন, তার প্রতিবাদে এপার বাংলায় শুরু হয় বিক্ষোভ, তখনই কি আতঙ্ক দেখতে শুরু করেন? তখনই কি তার মনে হয় যে, এবার বুঝি দাঙ্গা হবে! নাকি হিন্দুদের কোনো কর্মসূচি তিনি সহ্য করতে পারেন না জন্যেই বারবার করে দাঙ্গার আতঙ্ককে সামনে আনেন? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের কিছু ঘটনা ফেক ভিডিও বলে দাবি করে আবারও সেই দাঙ্গার আতঙ্ককে সামনে আনলেন। প্রসঙ্গত, এদিন দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বাংলাদেশ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা ভারত সরকারের ব্যাপার। পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপার নয়। কেউ কেউ বিভ্রান্তি ছড়িয়ে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন। এখানকার ইমাম অ্যাসোসিয়েশন, সব ইমামরা একসাথে বলেছেন যে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলছে, আমরা তার নিন্দা করি। আমরা সকলেই নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরাও চাই, ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করুন। যারা ফিরতে চায়, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।” আপনার মতামত জানান -