এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত! বিধানসভার আগে “বিশেষ সফর” ঘিরে তীব্র জল্পনা সব মহলেই!

বাংলায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত! বিধানসভার আগে “বিশেষ সফর” ঘিরে তীব্র জল্পনা সব মহলেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন জমে উঠেছে বাংলার রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে সরাতে বিজেপি নিজেদের মত করে ব্লু প্রিন্ট তৈরি করে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে চলতি মাসেই দু’দিনের সফরে বাংলায় আসতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর তার বাংলায় আসাকে কেন্দ্র করে এবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরমহলে।

সূত্রের খবর, আগামী 22 সেপ্টেম্বর রাতে কলকাতায় পা রাখবেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। আর এরপর আগামী 23 এবং 24 সেপ্টেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন সদস্য সংগঠনের ব্যক্তিদের সঙ্গে বৈঠক সহ অন্যান্য কর্মসূচি রয়েছে তার। তবে যেহেতু বিজেপির প্রাণকেন্দ্র এই আরএসএস, তাই সেই আরএসএস প্রধানের বর্তমান সময় বাংলায় আসা নয়া সমীকরণের ইঙ্গিত বহন করছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

জানা গেছে, আগামী 24 তারিখ রাজ্য বিজেপির বেশ কিছু নেতার সঙ্গে বৈঠক করতে পারেন মোহন ভাগবত। তবে সেটা এখনও পর্যন্ত জল্পনার পর্যায়ে রয়েছে। তবে বর্তমান সময়ে তার এই বাংলা সফরকে ঘিরে জল্পনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। ঠিক কী কী বিষয় নিয়ে বাংলায় আসছেন মোহন ভাগবত?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গ প্রচারপ্রমুখ বিপ্লব রায় বলেন, “এই বৈঠকে আলোচ্যসূচি মূলত করোনা পরিস্থিতিতে রাজ্যে আরএসএসের সেবামূলক কর্মকান্ড, আমপান ঘূর্ণিঝড় এবং আত্মনির্ভর ভারত গঠনে রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, উদ্যোগের পরিস্থিতি। কোথায় কিভাবে কাজ চলছে, তার সবিস্তারে খোঁজখবর নিতে পারেন সঙ্ঘপ্রধান।” অর্থাৎ আরএসএসের জনসেবামূলক কাজকর্মের খোঁজখবর নিতেই সংঘ প্রধানের কলকাতা সফর বলে দাবি করছেন সংঘের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা।

তবে তারা যে কথাই বলুন না কেন, বিধানসভা নির্বাচনের আগে আরএসএস প্রধান বাংলায় আসবেন, অথচ বিজেপির কোনো নেতার সঙ্গে বৈঠক করে আগামী দিনের ব্লুপ্রিন্ট সাজাবেন না, এটা ভাবতে নারাজ বিশ্লেষকরা। আর এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আরএসএস প্রধানের এই বঙ্গ সফর থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!