এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, লোকসভার ফলাফল নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক!

বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, লোকসভার ফলাফল নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে যা আশা করেছিল, তার ধারে কাছেও যেতে পারেনি। স্বাভাবিকভাবেই আসন সংখ্যা তাদের কমলেও ভোট যে বেড়েছে, সেই কথা বারবার করে তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সামনেই বিধানসভা নির্বাচন। তাই বাংলার সংগঠনকে চাঙ্গা করবার জন্য বাড়তি নজর রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় টিম। যেখানে ভোটের পর্যালোচনা নিয়ে বড় বৈঠক হবে বলে খবর।

সূত্রের খবর, আগামী ১৭ জুলাই বিজেপির কেন্দ্রীয় টিম রাজ্যে আসতে চলেছে। আর সেখানেই রাজ্য নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠক হবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভোটের ফলাফল নিয়ে নিজেদের রিপোর্ট পেশ করবে রাজ্য। একাংশ বলছেন, লোকসভায় আসন কমেছে বলে বিজেপিকে থেমে থাকলে চলবে না। দুই বছরের কম সময়ে পরেই আছে বিধানসভা নির্বাচন। তাই বিজেপি যদি বাংলা নিয়ে সিরিয়াস হয়, তাহলে এখন থেকেই তাদের আরও বেশি করে তৎপর হতে হবে। আর সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে বড় কোনো বার্তা দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!