এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলায় বিজেপির এই ফলাফল! এখনো মেনে নিতে পারছেন না খোদ তৃণমূল নেত্রী! করলেন বিস্ফোরক অভিযোগ!

বাংলায় বিজেপির এই ফলাফল! এখনো মেনে নিতে পারছেন না খোদ তৃণমূল নেত্রী! করলেন বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে রাজ্যে পরিবর্তন ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। বিরোধী আসন দখল করেছিল বামেরা। পরবর্তীতে যতদিন গিয়েছে, ততই বাম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক হতে শুরু করেছে রাজ্যে। তবে 2016 সাল থেকেই চিত্রটা পাল্টাতে শুরু করে। বাম এবং কংগ্রেস জোট করে কিছু আসন দখল করে নিলেও 3 জন বিধায়ক নিয়ে বিধানসভায় প্রবেশ করে ভারতীয় জনতা পার্টি। পরবর্তীতে 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার 42 টি আসনের মধ্যে 18 টি আসন দখল করে তৃণমূলের চাপ বাড়িয়ে দেয় গেরুয়া শিবির।

আর 2021 এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলকে কার্যত শূন্য করে 77 টি আসন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলের জায়গা দখল করেছে পদ্মফুল শিবির। তবে যে বিজেপি 200 আসন পার করে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখেছিল, তারা 77 টি আসন দখল করে বিরোধী আসন লাভ করে কিছুটা হলেও হতাশ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। তবে বিজেপি 77 টি আসন দখল করলেও, তা সহজে মেনে নিতে পারছেন না স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বারবার এক্ষেত্রে নির্বাচন কমিশনের সহযোগিতার জন্য বিজেপি এত আসন পেয়েছে বলে অভিযোগ করতে দেখা যাচ্ছে তাকে। আর এবার বিধানসভায় দাঁড়িয়েও সেই বিজেপি এবং কমিশনের সমঝোতাকে সামনে এনে বড়সড় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি বাম এবং কংগ্রেসের থেকে বিরোধী শক্তি হিসেবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত চাপের হয়ে দাঁড়াচ্ছে?

আর সেই কারণেই 77 টি আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি বাংলার বিরোধী দলের আসন দখল করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই বিজেপির উত্থানকে মেনে নিতে পারছেন না? আর তাই বারেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যাচ্ছে তাকে?

সূত্রের খবর, শনিবার রাজ্য বিধানসভায় তৃতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হন বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই স্বাগত ভাষণ রাখতে গিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেক চক্রান্ত হয়েছে। চিরকুটে লিখে অফিসারদের বদলি করেছে কমিশন। জেলাশাসক, পুলিশ সুপারদের বদলির সময় রাজ্যের কাছ থেকে কোনো প্যানেল চাওয়া হয়নি। বিজেপি অফিস থেকে যা বলা হয়েছে, কমিশন তাই করেছে। ওরা কমিশনের দয়াতে জিতে এসেছে।”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই কার্যত স্পষ্ট যে, তিনি বিজেপি তাদের লক্ষ্যতে না পৌঁছতে পারলেও 77 টি আসন দখল করে বাংলার বিধানসভায় বিরোধী দলের জায়গা দখল করায় বেশ অস্বস্তিতে রয়েছে। আর সেই কারণেই বিজেপির 77 টি আসন দখলকে কার্যত কমিশনের সহযোগিতা বলেই বারবার উল্লেখ করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। তবে বিধানসভাতে যেভাবে এই বিষয়টি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন, তাতে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির একলাফে এত বিধায়ক সংখ্যা বেড়ে যাওয়ায় বেশ আশ্চর্য হয়েছেন। তিনি ভবিষ্যতের কথা মাথায় রেখেই এখন আতঙ্কিত হতে শুরু করেছেন। কেননা বাম এবং কংগ্রেসের মত বিজেপি কোনোভাবেই বিরোধী শক্তি হিসেবে দুর্বল নয়। তাদের কাছে যথেষ্ট সংখ্যা রয়েছে। তাই 77 টি আসন পাওয়া ভারতীয় জনতা পার্টি যে কোনো ইস্যুতে যে ঘরে বাইরে তৃণমূল সরকারকে চেপে ধরবে, তা ইতিমধ্যেই তাদের নেতারা নিজেদের কথার মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন।

তাই এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ রাজ্য রাজনীতিতে নয়া ইস্যু তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। তবে অনেকে আবার বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান।

সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেও যেভাবে সেই নির্বাচন কমিশনকে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করা হয়েছে বলে অভিযোগ তুললেন, তাতে জনতার রায় নিয়ে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে বিধানসভার অলিন্দে প্রথম বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!