এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় বড়সড় জয় বিজেপির, ব্যাপক উজ্জীবিত শুভেন্দু ! জেনে নিন !

বাংলায় বড়সড় জয় বিজেপির, ব্যাপক উজ্জীবিত শুভেন্দু ! জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যজুড়ে 2021 এর বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে মিটিং মিছিল করা হলেই তাকে আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও বা মুখে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী বলার চেষ্টা করছেন যে, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব নেই।

কিন্তু কাজকর্মে তারা এমন কিছু প্রমাণ দিচ্ছেন, যার ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টিকে ভয় পেতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে হাজরা মোড়ে বিজেপির সভা আটকানো নিয়ে আদালতের দ্বারস্থ হলো গেরুয়া শিবির। আর তারপরেই রীতিমতো চাপে পড়ে সেই সভার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে প্রশাসন। স্বভাবতই এই ঘটনায় বিজেপি নিজেদের জয় দেখছে বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, ইতিমধ্যেই হাজরা মোড়ে সভা আটকানো নিয়ে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভানেত্রী আদালতের দ্বারস্থ হন। আর তারপরেই রীতিমতো ঢোক গিলতে বাধ্য হয় রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, হাজড়া মোড়ে সভা করা যাবে না। আর তখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তাহলে কোনো দলই সেখানে সভা করতে পারবে না। আর তারপরেই রীতিমত আদালতের সামনে সভা করার অনুমতি দেয় গেরুয়া শিবির।

এদিন সেই বিষয়টি তুলে ধরেই বিজেপি যে পশ্চিমবঙ্গে যথেষ্ট ফ্যাক্টর, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি প্রশাসন বাধা দিলে তাদের শেষ সম্বল যে আদালত এবং সেখানে গেলে যে তারা ন্যায় বিচার পাবেন, সেকথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে সকল বাধাকে উপেক্ষা করে রাজ্যের মাটিতে বড়সড় জয় পেল ভারতীয় জনতা পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!