এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলায় ক্রমশ বাড়ছে ইসলামিক স্টেটের প্রভাব? কেন্দ্রীয় রিপোর্টে শুরু তীব্র চাঞ্চল্য!

বাংলায় ক্রমশ বাড়ছে ইসলামিক স্টেটের প্রভাব? কেন্দ্রীয় রিপোর্টে শুরু তীব্র চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার ক্ষেত্রে কি এবার বড়সড় অশনি সংকেত! জানা গেছে, এবার পূর্ব এবং পশ্চিম ভারতীয় জঙ্গী সংগঠনগুলো তাদের প্রভাব বাড়তে শুরু করেছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংসদে একথা জানানো হয়েছে‌। যার ফলে বাংলার ভাগ্যাকাশে ক্রমশ চিন্তা বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক বছর আগে সিরিয়ায় মার্কিন সেনার হাতে আইএস জঙ্গি গোষ্ঠীর প্রধান মারা যান। আর আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার পরেই আইএসের সংগঠনে বিরাট ধাক্কা আসে। তবে তার পরেও বিভিন্ন সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই জঙ্গিগোষ্ঠী তাদের ভাবধারা পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি ভারতীয় ছড়িয়ে দিতে তৎপর হয়। স্বাভাবিকভাবেই দেশে এই জঙ্গী গোষ্ঠীর প্রভাব কতটা বিস্তার হয়েছে, তা নিয়ে আজ সংসদে একটি আলোচনা হয়‌। আর সেখানেই লিখিত প্রশ্নের জবাবে রীতিমত চাঞ্চল্যকর তথ্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিষেন রেড্ডি।

এদিন তিনি জানান, বর্তমানে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মত রাজ্যগুলোতে সবথেকে বেশি সক্রিয় এই জঙ্গিগোষ্ঠী। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু-কাশ্মীরে তারা প্রভাব বাড়াচ্ছে। আর দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এক্ষেত্রে বাংলার নাম উঠে আসায় রীতিমত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিন্তা বাড়ছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, গতবছর আইএসের তরফে একটি ওয়েবসাইটে বাংলায় পোস্টার দিয়ে হুমকি দেওয়া হয়, “আমরা আসছি, সাবধান।” আর তারপরেই এই ব্যাপারে আশঙ্কা তৈরি হয়। আর এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী যেভাবে সংসদে সেই বাংলাতেও জঙ্গিগোষ্ঠীর প্রভাব বাড়ছে বলে জানিয়ে দিলেন, তাতে ক্রমশ চিন্তা বাড়তে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার প্রায় প্রত্যেকেরই এখন এই ব্যাপারে বাড়তি সতর্ক হওয়া উচিত। যদি এই জঙ্গিগোষ্ঠী সক্রিয়তা অবলম্বন করে, তাহলে তা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই দ্রুত এই ব্যাপারে স্বরাষ্ট্র দপ্তরের সদর্থক পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই মত সকলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যিই বাংলায় এই জঙ্গিগোষ্ঠী তাদের প্রভাব বাড়াতে শুরু করলে সরকারের পক্ষ থেকে তাদের দমন করতে কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!