এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন এত হিংসা!” ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক সুকান্ত!

“বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন এত হিংসা!” ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যার ফলে সার্ভে করতে গিয়ে কার্যত বিপুল অনিয়ম প্রকাশ্যে চলে আসছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন এত হিংসা হয়, সেই বিষয়টি স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে নিজেদের অর্থনৈতিক চাহিদা বৃদ্ধি করতেই এই হিংসা বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন আবাস যোজনার দুর্নীতি নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূলের ওপরতলা থেকে বলে দেওয়া হচ্ছে, পঞ্চায়েতে হিংসা করা যাবে না। কিন্তু নীচুতলার লোকেরা সেটা করবেই। কারণ তা না হলে তাদের অর্থনৈতিক রুজিরুটির সর্বনাশ হয়ে যাবে। এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, ইনকাম করার একটা জায়গা। আর সেই কারণেই নীচুতলার লোকেরা জোর করে ক্ষমতা দখল করার জন্য হিংসা করবে। যাতে পরবর্তীতে তারা এই সমস্ত জায়গায় দুর্নীতি করতে পারে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি দুর্নীতি এবং হিংসা নিয়ে শাসক শিবিরকে চাপের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!