এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাংলায় থাকবে না কোনো প্রশাসনিক পদ? মমতার ঘুম উড়িয়ে একি বললেন অধীর!

বাংলায় থাকবে না কোনো প্রশাসনিক পদ? মমতার ঘুম উড়িয়ে একি বললেন অধীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। এক্ষেত্রে সবথেকে বেশি এই অভিযোগ উঠতে দেখা যায় যে, রাজ্যের শাসক দল প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এক্ষেত্রে প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা। দীর্ঘদিন ধরেই রাজ্যের পৌরসভা নির্বাচন বন্ধ। বারবার বিরোধীদের পক্ষ থেকে সেই নির্বাচন করানোর ব্যাপারে দাবি করা হলেও, সরকারের পক্ষ থেকে অন্য যুক্তি দেখানো হয়েছে।

আর এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পৌরসভায় যখন তৃণমূল নেতাদের প্রশাসক করে দেওয়া হয়েছে, তখন আগামী দিনে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের জন্য থাকা পদ আর থাকবে না বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূল নেতাদের পৌরসভার মাথা করে সেখানে প্রশাসনিক কর্তাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে আগামী দিনে সেই প্রশাসনিক কর্তাদের পদগুলির বিন্দুমাত্র গুরুত্ব থাকবে না, সেই কথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই হেভিওয়েট কংগ্রেস নেতা বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই পৌরসভা নির্বাচন না করানো নিয়ে একটি মন্তব্য করেন তিনি। তৃণমূল সরকারকে আক্রমণ করে অধীরবাবু বলেন, “মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোতে ভোট অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু তা না করে তৃণমূল সরকার দলের নেতাদের পৌরসভার প্রশাসক বানিয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে বিডিও, এসডিও নামে কোনো প্রশাসনিক পদ থাকবে বলে আমার মনে হয় না।” অর্থ্যাৎ তৃণমূল নেতাদের পৌরসভার মাথায় বসেই প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অপমান করা হচ্ছে বলেও নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন অধীরবাবু বলেই মনে করছেন একাংশ।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে রাজ্যের একাধিক পৌরসভার নির্বাচন। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও করোনা পরিস্থিতির সময় একাধিক কারণ দেখিয়ে সেই নির্বাচন করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। আর এই পরিস্থিতিতে সেই ব্যাপারে মন্তব্য করে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন অধীর চৌধুরী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!