এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলাকে ঠিক করুন” মমতাকে পরামর্শ দিলেন হেভিওয়েট বিজেপি নেতা! জেনে নিন!

“বাংলাকে ঠিক করুন” মমতাকে পরামর্শ দিলেন হেভিওয়েট বিজেপি নেতা! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত বিষয়কে হাতিয়ার করে যে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে ঘাসফুল শিবির, তা বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূলের পক্ষ থেকে যখন লাগাতার বিজেপিকে কটাক্ষ করা হচ্ছে, ঠিক তখনই পাল্টা ময়দানে নামলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাকে ঠিক করার পরামর্শ দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “সরকার তার নিজস্ব স্টাইলে সমস্ত দায়িত্ব নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনকে দেখুন। এখানে যে ধরনের আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, যে ধরনের বিশৃঙ্খলা শুরু হয়েছে, তাতে আগে উনি পশ্চিমবঙ্গকে ঠিক করুন।”

একাংশের মতে, দিলীপ ঘোষ এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্য প্রশাসনের দিকেই পাল্টা অভিযোগের আঙুল তুললেন যার ফলে তৃণমূলের অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!