এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার বাইরেও এবার তৃণমূলের ম্যাজিক শুরু, তৃণমূলের হাত ধরল এবার কে?

বাংলার বাইরেও এবার তৃণমূলের ম্যাজিক শুরু, তৃণমূলের হাত ধরল এবার কে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল সর্বভারতীয় স্তরে নিজেদের তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ত্রিপুরা থেকে গোয়া সর্বত্র নজরদারি চালাচ্ছেন। গোয়াতে এবার তৃণমূলের জন্য ভালো খবর। গেরুয়া শিবিরের হাত ছেড়ে এবার গোয়াতে তৃণমূলের হাত ধরল মহারাষ্ট্রবাদি গোমন্ত্রক পার্টি। খুব স্বাভাবিকভাবেই বিজেপির প্রাক্তন জোট সঙ্গী তৃণমূলের সঙ্গে হাত মেলানোয় কিছুটা যে চাপের মুখে গেরুয়া শিবির তা বলাইবাহুল্য।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনো না হলেও তৃণমূল সুপ্রিমো আগামী 13 ডিসেম্বর গোয়া সফরে থাকাকালীন এই জোটের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার এমজিপির সভাপতি পান্ডুরঙ্গ দীপক ধওয়ালিকর এই জোটের কথা জানান। তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাধার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এমজিপি নেতৃত্বের সঙ্গে আজকে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরো এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। তাঁদের উপস্থিতিতে জোট চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সামনের বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। আর তার আগে এই জোট তৃণমূলের জন্য যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন রাজনৈতিক মহলের অনেকেই। 2017 সালের বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল এমজিপি। 2019 সালে বিজেপির সঙ্গ ছাড়ে তাঁরা। আর এবার তৃণমূলের সঙ্গে হাত মেলালো তাঁরা। এই জোট প্রসঙ্গে এমজিপির সভাপতি ধওয়ালিকর জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সবথেকে ভরসাযোগ্য দল হল তৃণমূল।

দুই দলের কর্মসূচি কী হবে তা নিয়ে আগামী দিনে বৈঠক হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই ঘোষণাও করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের জোট হবে বলে একটি গুঞ্জন শোনা যায়। শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে এবার গোয়া বিধানসভা নির্বাচনের আগে এমজিপি দলের সঙ্গে তৃণমূলের জোট কতটা সাফল্য আনতে পারে এবং বিরোধিতার ক্ষেত্রে কতটা বিজেপিকে কোণঠাসা করতে পারে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!