এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে তুমুল বজ্রপাত সহ প্রবল বৃষ্টি! আগেভাগে জেনে সাবধান হয়ে যান!

বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে তুমুল বজ্রপাত সহ প্রবল বৃষ্টি! আগেভাগে জেনে সাবধান হয়ে যান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারে যেন বৃষ্টি আর পিছু ছাড়তে চাইছে না। প্রথমে তার রোষ পড়েছিল উত্তরবঙ্গে, পরে যথারীতি তার আগমন হয় দক্ষিণে। উত্তরবঙ্গে এইবছর বর্ষা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে প্রশাসনকে। অতিবৃষ্টির জেরে অনেক জায়গায় বন্যার খবর এসেছিল। সেই সঙ্গে দক্ষিণে তার আগে আম্পানের দাপটে ক্ষয়ক্ষতির হিসেব ছিল না। তারপরেও অব্যাহত ছিল বর্ষা আর নিম্নচাপের জোড়া ধ্বংসলীলা। তবে সেই ভাব খানিকটা কমলেও এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

এবার আরো একবার বৃষ্টির পূর্বাভাস দিল হওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে এদিন জানা গেছে, শনিবার সারা বাংলা জুড়েই প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা বর্তমান রয়েছে। সেই সঙ্গে আগামী কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে থাকবে বলেই জানা গেছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের কাছে। আগামীকাল সকালের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে আকাশ অল্প মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা সহ দক্ষিণবঙ্গ:- আগামীকাল কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানা গেছে। তবে বাতাসে উষ্ণতার পরিমাণ খুব একটা কমবে না বলেই আশা করছে আবহাওয়া দপ্তর। উল্টে মেঘলা থাকায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলেই অনুমান করা হচ্ছে। আদ্রতাজনিত অস্বস্তিও হতে পারে বলে জানা গেছে। তবে দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে। মূলত হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে:- শুক্রবার থেকেই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেখানে শনিবার ভারী বৃষ্টিপাত এবং রবিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ফলত প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রশাসনিক তরফ থেকে তাই আগেই স্থানীয় অঞ্চলগুলোকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!