এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলার বুকে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে মহাগুরু ‘মিঠুনদা’, রাজ্যজুড়ে মিঠুন চক্রবর্তীকে প্রচারে চেয়ে আবেদন গেরুয়া সেনাদের

বাংলার বুকে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে মহাগুরু ‘মিঠুনদা’, রাজ্যজুড়ে মিঠুন চক্রবর্তীকে প্রচারে চেয়ে আবেদন গেরুয়া সেনাদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন তারপরে রাজ্যজুড়ে শুরু 8 দফা বিধানসভা নির্বাচন। তাই তৎপরতা বাড়ছে রাজ্যজুড়ে। রবিবার ব্রিগেডে বিজেপির মঞ্চ থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন টালিগঞ্জের মহাতারকা মিঠুন চক্রবর্তী। অবশ্য রাজনীতির জগতে মিঠুন চক্রবর্তী নতুন নন। এর আগে তাঁকে বামেদের সাথে জুড়ে থাকতে দেখা যায়। তারপর তৃণমূলের সঙ্গেও ছিলেন বেশ কিছুদিন। আর এবার বিজেপিতে তিনি নিজের জায়গা পাকা করলেন। উল্লেখ্য, রবিবার ব্রিগেডের মাঠে চরম উদ্দীপনা দেখা দিয়েছিল যখন মিঠুন চক্রবর্তীর মুখে একের পর এক হিট সিনেমার ডায়লগ উঠে আসে। বোঝাই যাচ্ছিল, মিঠুন চক্রবর্তীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।

আর সেকথা বুঝতে পেরেই বর্ত্মানে বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা তাঁদের প্রচারে মিঠুন চক্রবর্তীকে আনার বায়না জুড়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এবারের ভোট প্রচারে রাজনৈতিক নেতৃত্ত্বের থেকে মিঠুন চক্রবর্তীকে আনার আবেদন কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীকে ভোট প্রচারে নিয়ে আসার জন্য যে শিডিউল ঠিক হচ্ছে, তা সামাল দিতে এখনি হিমশিম খেতে হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নন্দকুমার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারী জেলা নেতৃত্ত্বের কাছে দাবি জানিয়ে রেখেছেন, মহাগুরু মিঠুন চক্রবর্তীকে অবশ্যই নিয়ে আসতে হবে প্রচারে। তমলুকের বিজেপি কর্মীরা মিঠুন চক্রবর্তীকে সামনে পেলে অনেকটাই উদ্দীপ্ত হবে বলে তাঁর দাবী।

বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী যদি বাংলায় প্রচারে আসেন তাহলে রাজ্যজুড়ে গেরুয়া ঝড় রীতিমতো সাইক্লোনে পরিণত হবে। অন্যদিকে আলিপুরদুয়ারের মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা এখন থেকেই মিঠুন চক্রবর্তীকে উত্তরবঙ্গে প্রচারে নিয়ে আসার জন্য বুকিং শুরু করেছেন। আবার নবদ্বীপ জোনের পর্যবেক্ষক তথা রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীও জানিয়ে দিয়েছেন, তাঁর জোনের কোথায় কোথায় মিঠুন চক্রবর্তীকে নিয়ে তিনি প্রচারে যাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন- নদীয়া, বাগদা, বসিরহাট, বারাসাত এবং ব্যারাকপুরে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসতেই হবে।প্রসঙ্গত জানা গিয়েছে সোমবার মেদিনীপুর জোনের বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির অন্যতম কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। জেলার বিভিন্ন  কেন্দ্রের প্রার্থী এবং জেলা নেতাদের নিয়ে তিনি বৈঠক করেন। আর শোনা যাচ্ছে, সেই বৈঠকেই নন্দীগ্রাম থেকে কাঁথি, চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতারা ক্রমাগত শিবপ্রকাশের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁদের কেন্দ্রে ভোটের প্রচারে যেন অবশ্যই মিঠুন চক্রবর্তীকে আনা হয়।

এদিকে হাওড়া-হুগলি-মেদিনীপুর জোনের আহ্বায়ক অনুপম মল্লিক জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীকে এনে রাজ্যজুড়ে যতটা সম্ভব প্রচার চালানো হোক। খুব স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী বিজেপিতে আসায় রাজ্যের বিজেপি কর্মীরা যথেষ্ট উৎসাহ পেয়েছে। এবং এই উৎসাহ তাঁরা আমজনতার মধ্যে ছড়িয়ে দিতে চায় মিঠুন চক্রবর্তীকে প্রচারের অংশ করে তুলে। এখন দেখার, মিঠুন চক্রবর্তীর হিট ডায়লগ তাঁর সিনেমার মতন বিজেপিকেও মানুষের কাছে সুপারহিট করে তোলে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!