এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার দিকে দিকে বিজেপি কর্মীদের উপর হামলা চলছে, ইতিমধ্যে ৫৭ জন খুন হয়েছেন- বিস্ফোরক নাড্ডা

বাংলার দিকে দিকে বিজেপি কর্মীদের উপর হামলা চলছে, ইতিমধ্যে ৫৭ জন খুন হয়েছেন- বিস্ফোরক নাড্ডা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক প্রসঙ্গ নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আলোচনায় একাধিক বিষয়ের মধ্যে উঠে এলো পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। এ প্রসঙ্গে তিনি জানালেন, বাংলায় দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর হামলা চলছে। ইতিমধ্যে বিজেপির ৫৭ জনকে হত্যা করা হয়েছে।

জে পি নাড্ডা জানালেন, বাংলায় দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। ইতিমধ্যে বিজেপির ৫৭ জনকে হত্যা করা হয়েছে। ভোটের পর বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। অনেকে শিবিরে আশ্রয় নিয়েছেন। কিন্তু তা সত্বেও মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে বিজেপি। এজন্য বাংলার মানুষকে তিনি ধন্যবাদ জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, একসময় পশ্চিমবঙ্গে ৩ শতাংশের কাছাকাছি ছিল বিজেপির ভোট। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৩৭ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। যা ইতিহাসে প্রথম। রাজনীতির ছাত্ররাও বিজেপির এই উত্থানকে মানতে বাধ্য হবেন। দলের সংগঠন মজবুত হয়েছে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, করোনা নিয়ন্ত্রণে বাংলা থেকে কোনরকম সাহায্য করা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্যাকসিন দিচ্ছেন, কিন্তু বাংলার মানুষকে সেই টিকা দেওয়া হচ্ছে না। যা একটা অমানসিকতার দৃষ্টান্ত। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন দল দেখে দেওয়া হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!