এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে আবারো দরাজহস্ত কেন্দ্র! বাংলাকে দিল ৪০০ কোটিরও বেশি! জেনে নিন বিস্তারিতভাবে

করোনা আবহে আবারো দরাজহস্ত কেন্দ্র! বাংলাকে দিল ৪০০ কোটিরও বেশি! জেনে নিন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতির শুরু থেকেই, কেন্দ্র বনাম রাজ্য আর্থিক টানাপোড়েন চলছে। তবে করোনা পরিস্থিতিতে কেন্দ্রের অবস্থাও তথৈবচ। তবে সম্প্রতি জানা গেল কেন্দ্রের কাছে আর্থিক সহায়তা চেয়েছে রাজ্য সরকার। আর তাই কেন্দ্র থেকে বকেয়া টাকার শেষ কিস্তি এল রাজ্যে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪ রাজ্য ছ’মাসের কিস্তিতে প্রতি মাসে গড়ে ৪১৭ কোটির একটু বেশি টাকা পেয়েছে রাজ্যগুলি। অর্থাৎ এর থেকে জানা গেল সেই সঙ্গে এপ্রিল থেকে টানা ছয় মাস এই টাকা পাচ্ছে রাজ্য।

তবে এই রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কেরালা, মনিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পাঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, এবং সিকিম এই রাজ্যগুলি। যারা কেন্দ্রের কাছ থেকে এই খাতে বরাদ্দ টাকা পাচ্ছে। জানা গেছে, সেপ্টেম্বর মাসে কেন্দ্রের তরফ থেকে দেশের মোট ১৪টি রাজ্যের জন্য প্রায় ৬২০০ কোটি টাকার কিছু বেশি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ হয়েছে কেরালের জন্য, যার পরিমাণ ১২৭৬ কোটি টাকা।

[content_block id=39107

তবে কি উদ্দেশে এই টাকা দেওয়া হয়েছে, সেটা জানতে গিয়ে দেখা গেছে ১৫তম আর্থিক কমিশনের প্রস্তাব অনুযায়ী, রাজ্য গুলির আর্থিক ঘাটতি মেটানোর জন্যই এই অর্থ বরাদ্দ হয়েছে। এদিন নির্মলা সিতারামান জানান, করোনা সংকটকালে রাজ্য গুলির আর্থিক সহায়তা করবে এই অতিরিক্ত অর্থ। তবে এরই মাঝে জিএসটি’র প্রাপ্য টাকা নিয়েও নতুন করে কেন্দ্র-রাজ্য ঝামেলায় জড়িয়েছে। যেহেতু আগে থেকেই ঠিক ছিল করোনা পরিস্থিতিতে জিয়েস্টি নিয়ে বেশি চাপ দেবে না কেন্দ্র। তাই করোনা আবহে কম জিএসটি আদায় হওয়ার পর নির্মলা সীতারমণ ভেবেছিলেন, রাজ্যগুলোর যদি প্রয়োজন হয় তবে তারা কেন্দ্রের থেকে ধার করতে পারে।

তবে সেক্ষেত্রেও এর বিরোধিতা করে বেশ কয়েকটি রাজ্য। এ রাজ্যের অর্থমন্ত্রী GST কাউন্সিলের অন্যতম পরামর্শদাতা অমিত মিত্রর দাবি ছিল, রাজ্যকে যদি ধার করতেই হয়, তবে কেন্দ্রও সেটা করতে পারে। সেক্ষেত্রে কেন্দ্র বরং ব্যাংকের কাছ থেকে ধার করে রাজ্যের পাওনা মিটিয়ে দিক তাহলে। তবে এর আগেও কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না, এমনকী মহামারীর মধ্যেও সেই টাকা পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, তিনি যতবারই এই বিষয়টি কেন্দ্রের কাছে বলার চেষ্টা করেছেন, ততবারই তা নিয়ে বিরোধ হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী মোদির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার সময়েও নাকি তিনি এই প্রাপ্য মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে এরপর কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব একটু শিথিল হবে কিনা, সেটা দেখা সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!