এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার জন্য চরম লজ্জা, আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে গর্জে উঠছে ত্রিপুরা!

বাংলার জন্য চরম লজ্জা, আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে গর্জে উঠছে ত্রিপুরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বাংলায় আরজিকরে এক তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত প্রতিবাদে গর্জে উঠছে গোটা দেশ। বাংলা ছাড়িয়ে আজ দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠতে শুরু করেছে। যার ফলে রীতিমত বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার ত্রিপুরাতেও চিকিৎসকদের প্রতিবাদ সংগঠিত হতে দেখা গেল।

প্রসঙ্গত, আরজিকরে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সহ একাধিক রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ। যেখানে ত্রিপুরাতে চিকিৎসকরা বাংলায় ঘটে যাওয়া এই জঘন্য ঘটনার প্রতিবাদে নিজেদের আওয়াজ তুলতে শুরু করেছেন। একইভাবে মহারাষ্ট্র থেকে শুরু করে নাগপুর, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্তে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ শুরু হওয়ায় রীতিমত লজ্জায় পড়ে যাচ্ছে সংস্কৃতির রাজ্য বলে পরিচিত পশ্চিমবঙ্গ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!