এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার মনীষীরাও বাদ নেই রাজনীতি থেকে, স্বামীজীর জন্মদিন পালনে ব্যস্ত শাসক-বিরোধী

বাংলার মনীষীরাও বাদ নেই রাজনীতি থেকে, স্বামীজীর জন্মদিন পালনে ব্যস্ত শাসক-বিরোধী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার মনীষীদের নিয়ে টানাটানির রাজনীতি চলছে বর্তমানে রাজ্যে। এই নিয়ে জল্পনা সর্বত্র। কখনো রবীন্দ্রনাথ, কখনো বিদ্যাসাগর, কখনো চৈতন্য- শাসক ও বিরোধী, উভয় দলের নেতাদের কন্ঠেই বাংলার মনীষীদের কথা উঠে আসছে। কখনো ভুল ব্যাখ্যা দিয়ে, কখনো ঠিক ব্যাখ্যা দিয়ে বাংলার মনীষীদের ব্যবহার করা হচ্ছে। আগামীকাল বাংলার অন্যতম মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর এবার স্বামীজির জন্মদিনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে তৎপর বাংলার দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি। আর সে প্রসঙ্গে গেরুয়া শিবিরের দিকে তীব্র কটাক্ষ রাজ্য তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতার।

তৃণমূল অবশ্য স্বামী বিবেকানন্দের জন্মদিন দীর্ঘদিন ধরেই পালন করে। এমনকি স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে রাজ্যজুড়ে ছুটিও থাকে। কিন্তু এবার আসরে নেমেছে গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে বিবেকানন্দের জন্মদিন পালন করে বাংলার সেন্টিমেন্টকে ছুঁতে চাইছে বিজেপি। সেই অনুযায়ী জানা গিয়েছে, উত্তর কলকাতার শ্যামবাজার থেকে সিমলা স্ট্রীট পর্যন্ত মিছিল করতে চলেছেন সদ্য বিজেপি যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে ইতিমধ্যেই এবার রাজনৈতিক পারদ চড়ছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে সোমবার ব্রাত্য বসু একটি পুরনো ঘটনার কথা তুলে ধরেন। এর আগে বিদ্যাসাগরের জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলার ঘটনা ঘটে এই রাজ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই নিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল রাজ্যজুড়ে। আর এই প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু এদিন জানান, বিবেকানন্দকে নিয়ে মিছিল করতে গিয়ে যাতে মূর্তি না ভেঙে যায় তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নজর রাখার। অন্যদিকে তৃণমূল দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিদ্যাসাগর সহ বিভিন্ন মনীষীদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে। আর মন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও একই সুর শোনা যায় এদিন সাংবাদিক সম্মেলনে। মনীষীদের নামে করে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এর আগেও বহুবার শোনা গিয়েছে বিজেপির বিরুদ্ধে।

সম্প্রতি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্ধমানের কাটোয়ায় গিয়ে দাবি করেছেন, রাধাকৃষ্ণ জিউর মন্দিরে চৈতন্যদেব এসেছিলেন। সেই কথা নিয়েই বর্তমানে রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। আপাতত বিরোধী শিবিরের নজরে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন রাজ্যজুড়ে। তাই গেরুয়া কর্মসূচি রয়েছে কালকে। এরপর আসছে নেতাজি জন্মজয়ন্তী। ইতিমধ্যেই নেতাজি জন্মজয়ন্তীর কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নিজে একটি কমিটিও তৈরি করে ফেলেছেন। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য বিজেপি নেতাদের সাথে সাথে কেন্দ্রীয় বিজেপি নেতারাও বাংলার মনীষীদের হাত ধরতে পিছপা হচ্ছেন না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!