এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাংলার মসনদ যাবে কার হাতে? কি বলছে সমীক্ষার ফলাফল? দেখে নিন এক নজরে

বাংলার মসনদ যাবে কার হাতে? কি বলছে সমীক্ষার ফলাফল? দেখে নিন এক নজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের শুরু থেকেই দেখা যাচ্ছে তৃণমূল কিন্তু যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছে ইতিমধ্যেই। দলের বহু নেতা, সাংসদ, বিধায়ক, হয় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন, না হলে বিক্ষুব্ধ হয়ে দল ভেঙে বেরিয়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক তৃণমূল শিবিরে, সেকথা তৃণমূলের অন্দরের বহু নেতাই ইতিমধ্যেই স্বীকার করে নিচ্ছেন। তৃতীয়বারের জন্য তৃণমূল নেত্রীর বাংলার মসনদ দখল করা যে নিতান্তই কঠিন, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের অন্যতম ভোট সমীক্ষক সি ভোটার কিন্তু ফার্স্ট ডিভিসনে পাস করিয়ে দিলো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সমীক্ষার রিপোর্ট বদলানোর জন্য কেন্দ্রীয় মহল থেকে চাপ আসছে। কিন্তু  সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলার মানুষ কিন্তু পুরোপুরি তৃণমূল নেত্রীর উপরেই ভরসা রেখেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মসনদে আসতে চলেছেন। তবে 2016 থেকে এবারের আসনসংখ্যা তৃণমূলের অনেকটাই কমবে বলে মনে করছেন সমীক্ষকরা। জানা যাচ্ছে, 2021 এ তৃণমূল শিবিরের হাতে আসবে 154থেকে 162 টি আসন। বিজেপি কটি আসন পাবে বাংলার বুকে তাই নিয়ে সমীক্ষা চালাতে দেখা যাচ্ছে, তৃণমূলকে হারাতে না পারলেও এবার রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে গেরুয়া শিবিরের নাম।

2021 এর বিধানসভা নির্বাচনে তাঁদের হাতে আসতে চলেছে 98 থেকে 106 টি আসন। যথারীতি গতবারের তুলনায় আসনসংখ্যা যে অনেক বেশি হবে গেরুয়া ঝুলিতে সে কথা বলাইবাহুল্য। তবে ম্যাজিক ফিগার বিজেপি পার করতে পারবেনা বলেই সমীক্ষা বলছে। অন্যদিকে বাম এবং কংগ্রেসের দিকে তাকালে সমীক্ষার রিপোর্ট অনুসারে বলা হচ্ছে,বাম কংগ্রেস জোট এবার বিরোধী শক্তি হিসেবে দাঁড়াতে পারবেনা। সেক্ষেত্রে বাংলায় নির্বাচনী লড়াইয়ে তাঁরা তৃতীয় হয়ে সম্মান বাঁচাবে। সমীক্ষা অনুযায়ী খবর, বাম-কংগ্রেসের ঝুলিতে আসবে মাত্র 26 থেকে 34 টি আসন, যা গতবারের তুলনাতে অনেকটাই কম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের অন্যান্য শক্তির হাতে এবারের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে 2 থেকে 6 টি আসন যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবার গত বিধানসভা নির্বাচনের দিকে ফিরে তাকালে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতে এসেছিল 211 টি আসন, সেখানে বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন। এবং বাম-কংগ্রেসের হাতে এসেছিল 77 টি আসন। প্রধান বিরোধী শক্তির আসনে বসেছিল বাম কংগ্রেস জোট। 2019 এর লোকসভা নির্বাচনে 42 এ 42 ছিল তৃণমূলের স্লোগান। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, বিধানসভায় 164 টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির আসন সংখ্যা বাড়িয়ে 2 থেকে 18 য় পৌঁছেছিল। সেই নিরিখে বিধানসভায় 121 টি আসনে গেরুয়া শিবির এগিয়ে।

অতএব সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, 148 ম্যাজিক ফিগার পেরোনোর পরেই তৃণমূলের জয়যাত্রা থেমে যাচ্ছে। গতবারের তুলনায় অন্তত 49 টি আসন এবং 2019 এর নিরিখে দুটি আসন কমছে বলে দাবী সমীক্ষার। পাশাপাশি বিজেপি 2016 র তুলনায় 95 টি আসন বাড়াচ্ছে এবার। তবে 2019 এর ফলাফল অনুযায়ী অন্তত 15 টি আসন কমছে তাঁদের। ঠিক সেভাবেই বাম কংগ্রেস জোটের 2016 র তুলনায় 43 টি আসন কমে যাচ্ছে এবার। তবে সেক্ষেত্রে 2019 এর তুলনায় বাড়ছে 17 টি আসন। 

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, বাংলার বুকে কিন্তু জমে উঠেছে একুশের বিধানসভা নির্বাচনী লড়াই। বিশেষজ্ঞদের মতে, ভোটের সমীক্ষার ফলাফল কিন্তু তৃণমূল শিবিরকেই এগিয়ে রাখছে। কিন্তু আসন পাওয়ার ব্যাপারে তৃণমূলকে কিন্তু কড়া টক্কর দিতে চলেছে গেরুয়া শিবির। এই অবস্থায় জেতার থেকেও আসন ধরে রাখা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের কাছে। তবে রাজ্যের প্রতিটি দল শুধুমাত্র সমীক্ষার ওপর ভরসা না করে ভোট বাক্সের উপরেই নজর রাখছে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!