এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলার মেয়ে মমতা”, তৃণমূলের স্লোগানকে ঘিরে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু!

“বাংলার মেয়ে মমতা”, তৃণমূলের স্লোগানকে ঘিরে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিজেপির প্রভাব যখন বাড়তে শুরু করেছে, তখন বহিরাগত নয়, বাংলা যাতে নিজেদের মেয়েকেই সমর্থন করেন, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরে মানুষের সমর্থন আদায় করার চেষ্টা করছে ঘাসফুল শিবির। তবে বিজেপি কোনোমতেই সুযোগ ছাড়তে নারাজ। তাই এই পরিস্থিতিতে বিজেপি নেতাদের পক্ষ থেকে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে, বেশ কিছুদিন আগেই তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন।

আর তারপর থেকেই নানা ইস্যুতে প্রাক্তন দল এবং প্রাক্তন নেত্রীকে কটাক্ষ করতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করেছেন তিনি। কি হবে নন্দীগ্রামের ফলাফল, তা আগামী 2 মে ভোট বাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। তবে পঞ্চম দফার নির্বাচনে যখন এগিয়ে আসছে, তখন বাংলা নিজের মেয়েকেই চায় বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সামনে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। যেখানে 66 বছরের একজন মহিলাকে মেয়ে বলা যায় না বলে কটাক্ষ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন নদীয়ার চাকদহ বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভায় উপস্থিত হন শুভেন্দু অধিকারীঋ আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়ে হিসেবে যেভাবে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি। হেভিওয়েট এই বিজেপি নেতা বলেন, “66 বছরের একজন মহিলাকে আর যাই বলা যাক, অন্তত মেয়ে বলা যায় না। তিনি পিসি হতে পারেন, মাসি হতে পারেন, নিদেনপক্ষে দিদি হতে পারেন, তাই বলে মেয়ে হতে পারেন না। যতদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সঙ্গে ছিলাম। পিসি হওয়ার পর আমরা তাকে ছেড়ে চলে এসেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এতদিন তৃণমূলের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার বাংলা নিজের মেয়েকেই চাই বলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে তুলে ধরা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। অর্থাৎ শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ে নন, তিনি এখন পিসি হয়ে গিয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী তৃণমূলের স্লোগান নিয়ে প্রশ্ন তুলে দিয়ে বুঝিয়ে দিলেন, বিজেপি এবারের নির্বাচনে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেস বহিরাগতদের জায়গা হবে না বলে দাবি করতে শুরু করেছে, তাতে বিজেপি কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিকে বহিরাগতদের দল বলে কটাক্ষ করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী রীতিমত প্রশ্ন তুলে দিয়ে বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ে হওয়ার যোগ্য নন। এক্ষেত্রে বয়সের সংখ্যা তুলে ধরে তৃণমূল নেত্রীকে বড়সড় বাণে বিদ্ধ করলেন তারই প্রাক্তন সতীর্থ শুভেন্দু অধিকারী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!