এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বাংলার মন জয়ে আবারও রাজ্যে আসছেন নাড্ডা, করবেন বাঙালীর স্বার্থে একাধিক কর্মসূচীর রূপায়ণ

বাংলার মন জয়ে আবারও রাজ্যে আসছেন নাড্ডা, করবেন বাঙালীর স্বার্থে একাধিক কর্মসূচীর রূপায়ণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলার মানুষই যে শেষ কথা বলবে, সে ব্যাপারে ওয়াকিবহাল রাজনৈতিক দলগুলি। আর তাই বাংলাকে কাছে টানার প্রতিযোগিতা শুরু হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে জিতে বাংলার মসনদ দখল এই মুহূর্তে গেরুয়া শিবিরের পাখির চোখ। আর সেক্ষেত্রে বাংলার মানুষের মনের কাছাকাছি পৌঁছাতে গেরুয়া শিবিরের অন্যতম আশ্রয় হয়ে উঠেছেন বাংলার মনীষীরা। 

বিশেষজ্ঞদের মতে, বাঙালি মনীষীদের নিয়ে বরাবরই আবেগপ্রবণ বাঙালি জাতি। আর তাই বাঙালীকে ছুঁতে বাংলার রাজনীতিতে পরিবর্তন আনতে বাংলার মনীষীদের কাছে টানার পরিকল্পনা গ্রহণ করেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগরসহ বিভিন্ন মনীষীদের শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁদের কীর্তি তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করেছে বিজেপি। 

আর এবার ‘সোনার বাংলা’ গড়তে রাজ্যসভায় আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বাঙালীকে কাছে টানতে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, জেপি নাড্ডা এবারের সফরকালে বঙ্কিমচন্দ্র এবং বিভূতিভূষণকে স্মরণ করবেন। সূত্রের খবর, এবারের সফরে জেপি নাড্ডা বঙ্কিমচন্দ্রের বাড়ি থেকে শুরু করে বিভূতিভূষণের গবেষণাগার ঘুরে দেখবেন। পাশাপাশি ‘লক্ষ্য সোনার বাংলা’ ইস্তেহার প্রকাশ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বর্তমানে বাংলায় কেন্দ্রীয় একাধিক হেভিওয়েট নেতাদের দেখা যাচ্ছে। সেই তালিকায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গেরুয়া শিবিরের বিভিন্ন ছোট বড় নেতারা রয়েছেন। শুরু হয়েছে রাজ্যে বিজেপির পরিবর্তন রথযাত্রা। আর এবার বৃহস্পতিবার বাংলায় আবার আসছেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি। জানা গিয়েছে, এবার জেপি নাড্ডার লক্ষ্য ‘সোনার বাংলা’ নামক নতুন প্রচার কর্মসূচির সূচনা। 

প্রসঙ্গত, রাজ্যের প্রচারে দিল্লির বিজেপি নেতারা প্রায় প্রত্যেকেই ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেই প্রতিশ্রুতি পালনে এই প্রচার কর্মসূচির সূচনা বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।পাশাপাশি বাংলার মনীষীদের স্মরণ করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নৈহাটিতে রোড শো করে ঋষি বঙ্কিমচন্দ্রের ভিটে পরিদর্শন করবেন। তারপর জেপি নাড্ডা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম মঙ্গল পান্ডের নামাঙ্কিত মেমোরিয়াল পরিদর্শনেও যাবেন। 

এর আগে জেপি নাড্ডা বাংলার স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর বসতভিটা পরিদর্শনে গিয়েছিলেন। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে গেরুয়া শিবিরের ছোট বড় নেতারা বাংলা জেতার জন্য বাঙালিকে পাশে পাওয়া যে অত্যন্ত জরুরী  তা বুঝেছেন। সেক্ষেত্রে সোনার বাংলার প্রতিশ্রুতির সাথে বাঙালির আবেগকে ছুঁতে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। আপাতত দেখার বিজেপি নেতাদের এই কর্মপদ্ধতি একুশের বিধানসভা নির্বাচনে ফলপ্রসু হয় কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!