এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্যের কাজ করেন! বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে শোরগোল

বাংলার অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্যের কাজ করেন! বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক বাকবিতণ্ডায় বিতর্কিত কথার প্রসঙ্গ যখন ওঠে, তখন বলাই যায় প্রতিটি রাজনৈতিক দল একে অপরকে টেক্কা দেয়। তবে বিতর্কিত কথা প্রসঙ্গে প্রথমেই আসে বিজেপি এবং তৃণমূল এর নাম। বর্তমান রাজনৈতিক আবহে এই দুটি দল আগামী বিধানসভা নির্বাচনে লড়াইতে নামার আগেই ক্রমাগত একে অপরের বিরুদ্ধে ধারালো আক্রমণ করে চলেছে। সম্প্রতি বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

এর আগেও তিনি বহুবার এ ধরনের বিতর্কিত কথা বলেছেন। তবে এদিনের মন্তব্য রীতিমতো ক্ষুব্ধ করেছে বাংলার শিক্ষা মহলকে। সম্প্রতি সায়ন্তন বসু শেওড়াফুলি গিয়েছিলেন সেখানে বাজার উচ্ছেদ এর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে। আর সেখানে দাঁড়িয়েই তিনি মন্তব্য করেন, “পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্যের কাজ করেন। তাঁদের কাজ তৃণমূল নেতাদের জামাকাপড় কেচে দেওয়া। সে কারণেই উপাচার্য হয়েছেন।”

আর এই মন্তব্য ঘিরে শুরু হয়ে যায় সাথে সাথে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোরদার সমালোচনা সায়ন্তন বসুকে নিয়ে। অন্যদিকে বিজেপি নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। সায়ন্তন বসুর মন্তব্যের পাল্টা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন ক্ষোভ উগড়ে দেন গেরুয়া শিবিরের প্রতি। ভৃত্য করে রাখার কথায় তিনি অমিত শাহ, নরেন্দ্র মোদির প্রসঙ্গ তোলেন। বাংলায় উপাচার্যরা যে স্বাধীনভাবে কাজ করেন, সে কথাও বলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেক্ষেত্রে এসব কথা বলতে গিয়েই তিনি সায়ন্তন বসুকে কটাক্ষ করে বলেন, দাঙ্গাবাজদের সাথে থাকার জন্য বাংলার উপাচার্যদের বোঝার ক্ষমতা সায়ন্তন বসুর নেই। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি একাধিক উপাচার্য রাজ্যপালের ডাক অগ্রাহ্য করেছিলেন। কেউই তাঁর সঙ্গে দেখা করতে যাননি। সেই প্রসঙ্গ ধরেই বিজেপি নেতা সায়ন্তন বসু এধরনের মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। তবে সায়ন্তন বসু মন্তব্য ঘিরে এখনো পর্যন্ত বিজেপি উচ্চমহল থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশেষজ্ঞদের মতে, সায়ন্তন বসু যেভাবে কথাটি বলেছেন তাতে বাংলার শিক্ষা মহলকে অপমান করা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, বাংলার উপাধ্যক্ষদের নিয়ে যেভাবে সায়ন্তন বসু তাঁদের তৃণমূল নেতাদের গৃহভৃত্য বলে বর্ণনা করেছেন, তা নিয়ে কিন্তু আগামী দিনে যথেষ্ট জলঘোলা হবে। তবে এহেন মন্তব্য করলে বাংলার শিক্ষা মহল যে মুহুর্তের মধ্যে গেরুয়া শিবিরের দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে সে কথা বলাইবাহুল্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!