এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার পাল্টা গুজরাটে বিজেপির জবাব তৃণমূলকে, ঢেকে দেওয়া হল মমতা ব্যানার্জ্জীর ছবিসহ ব্যানার

বাংলার পাল্টা গুজরাটে বিজেপির জবাব তৃণমূলকে, ঢেকে দেওয়া হল মমতা ব্যানার্জ্জীর ছবিসহ ব্যানার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গের বাইরে পা রাখতে শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল। কার্যত বিভিন্ন রাজ্যে সর্বভারতীয় স্তরে তৃণমূল সংগঠন তৈরি করার কাজ শুরু করেছে। সেক্ষেত্রে  একুশে জুলাই যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে তৃণমূলের জন্য। প্রসঙ্গত, এ রাজ্যের মতন অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে শহীদ দিবস পালন করেছে  তৃণমূল। কিন্তু বেশ কিছু জায়গায় বিজেপির বাধার মুখেও পড়তে হয়েছে তাঁদের বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, মমতা ব্যানার্জির একচ্ছত্র আধিপত্য রয়েছে যেমন পশ্চিমবঙ্গে, ঠিক সেরকমই গুজরাটে নরেন্দ্র মোদির একচ্ছত্র রাজত্ব চলে। তৃণমূল বাংলা ছেড়ে এবার গুজরাতের পথে পা বাড়িয়েছে।

খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। সূত্রের খবর,  মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগেই আমেদাবাদে তৃণমূল নেত্রীর ছবিসহ ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগের তির বিজেপির দিকেই রয়েছে। গুজরাতে এই মুহূর্তে তৃণমূল সংগঠন মোটেই মজবুত নয়। কার্যত 2024 এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই গুজরাতে তৃণমূল প্রাথমিক স্তরের সংগঠন তৈরির কাজ শুরু করেছে। এই অবস্থায় একুশে জুলাই উপলক্ষে সেখানে তৃণমূলের শহীদ দিবস পালন করার পরিকল্পনা করা হয়। আর সেই অনুযায়ী বড় পর্দায় তৃণমূল নেত্রীর বার্তা পৌঁছে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন আমদাবাদের তৃণমূল কর্মী-সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে অনুষ্ঠানস্থলের পাশেই গুজরাটি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একটি ব্যানার ছিল। পরে দেখা যায়, ব্যানারটি কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে। গুজরাতে তৃণমূল সংগঠনের কর্মীরা জানিয়েছেন, এই ঘটনা ঘটেছে বিজেপির মদতেই। কার্যত এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদি-মমতার লড়াই দেখা যায়। এবং যথারীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধরাশায়ী হন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তৃণমূল নেত্রী সরাসরি দিল্লি থেকে নরেন্দ্র মোদিকে সরানোর লক্ষ্য স্থির করেন আর সেই অনুযায়ী বার্তা দেন সর্বস্তরে। আর সেই উদ্দেশ্য সফল করতে বিভিন্ন রাজ্যে সংগঠন তৈরির কাজ শুরু করেছে ঘাসফুল শিবির।

সেক্ষেত্রে নরেন্দ্র মোদির গুজরাটেও সংগঠন তৈরীর কাজ চলছে তৃণমূলের। কিন্তু শুরুতেই আজকে তৃণমূল বাধা পেল বিজেপির কাছে। সরাসরি কিছু না বললেও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিন্তু এই ঘটনা প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বের। কার্যত তৃণমূল যে গুজরাটে বহিরাগত সে কথাও বলেন লকেট। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বাইরে সবেমাত্র সংগঠন তৈরির কাজ শুরু করেছে তৃণমূল। এখনো ছোট পরিসরে তাঁদের সংগঠন রয়েছে। এই অবস্থাতে যদি বিজেপির সাথে সংঘাতে নাম জড়ায় তৃণমূলের, তাহলে কার্যত জাতীয় রাজনীতিতে লাইমলাইট পাবে রাজ্যের শাসক দল। যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে তৃণমূলের পরিসর আরো চওড়া করবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!