এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার পর এবার লক্ষ্য উত্তরপ্রদেশ, কি হতে চলেছে নরেন্দ্র মোদীর মাষ্টারপ্ল্যান?

বাংলার পর এবার লক্ষ্য উত্তরপ্রদেশ, কি হতে চলেছে নরেন্দ্র মোদীর মাষ্টারপ্ল্যান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পশ্চিমবাংলায় শেষ হয়েছে একুশের বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে গেরুয়া শিবির চেষ্টা করেছিল বাংলার ক্ষমতা দখল করার। এমনকি কেন্দ্র থেকে স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যদিন যাতায়াত করে প্রচার চালিয়েছেন রাজ্যের অন্যতম শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। একই সাথে বিপুল আসন নিয়ে রাজ্যের নতুন সরকার গঠন হবে বলে দাবি করা হয়েছে। কিন্তু ভোটের ফল বের হতেই রীতিমতো মুখ থুবড়ে পড়ে বঙ্গ বিজেপি। দেখা যায় কোন রকমে মান বাঁচিয়েছে বিজেপি। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক পরিকল্পনা এ ক্ষেত্রে পুরোপুরি বিফল হয়েছে।

আর তাই কোন রকম ঝুঁকি না নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করতে শুরু করেছেন। 2022 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। এই পরিস্থিতিতে বলা যায়, বাংলা বিধানসভার নির্বাচন কিন্তু জাতীয় নিরিখে  মোদি বিরোধী বার্তা দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বাংলায় হিন্দুত্ব, এনআরসি, সিএএ কোনো কাজ করেনি। উত্তরপ্রদেশের পরিবেশ কিন্তু অন্য। সেখানে ইতিমধ্যেই হিন্দুত্বের ভিত তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের হাত ধরে।

তাই এবার উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে বিজেপিকে তুলে ধরতে আরএসএস-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত বাংলায় আরএসএস ততটা সক্রিয় না হলেও উত্তরপ্রদেশের ছবিটা কিন্তু আলাদা। সুতরাং উত্তরপ্রদেশে বিজেপি হিন্দুত্ব তাসেই যোগী শাসন টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালাবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পঞ্চায়েত ভোট কিন্তু গেরুয়া শিবিরকে মোটেই খুশি করতে পারেনি। পাশাপাশি বিহার ভোটেও কিন্তু আরজেডির সঙ্গে জোরদার টক্কর হয়েছে গেরুয়া শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আরএসএসের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও থাকবেন উত্তরপ্রদেশের বিজেপির সাধারণ সম্পাদক সুশীল বনশল এবং আরএসএসের প্রধান দত্তাত্রেয় হোসবোলে। পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবির পর আর কোন ঝুঁকি নিতে নারাজ বিজেপি সরকার। তাই এবার করোনা পরিস্থিতির মোকাবিলায় যোগী সরকারের সাফল্য ভোটপ্রচারে তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে কিন্তু বারবার যোগী সরকারের বিরুদ্ধে বিতর্ক দেখা গিয়েছে। বিভিন্ন সময়ে উত্তরপ্রদেশে অক্সিজেন সমস্যা, হসপিটাল সমস্যা, করোনায় মৃত ব্যক্তিদের দাহ করা নিয়ে সমস্যা অস্বস্তি বাড়িয়েছে যোগী সরকারের। সব মিলিয়ে 2022 এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের যোগী সরকারকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কতটা সফল হতে পারেন, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!