এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলার পরিস্থিতি ভয়াবহ, নিজের চোখে দেখেই তদন্তের নির্দেশ শাহের ! চাপে রাজ্য !

বাংলার পরিস্থিতি ভয়াবহ, নিজের চোখে দেখেই তদন্তের নির্দেশ শাহের ! চাপে রাজ্য !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় যে আইন-শৃঙ্খলা নেই, তা বারবার কেন্দ্রের কাছে বলার চেষ্টা করেছে রাজ্য বিজেপি। আর যখন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছেন, ঠিক তখনই বিজেপি যুব মোর্চার কর্মীর রহস্য মৃত্যু পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে কাশীপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি।

সূত্রের খবর, এদিন অমিত শাহের বঙ্গ সফরের মাঝেই কাশীপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর তারপরেই তড়িঘড়ি নিজের সফরসূচিতে পরিবর্তন করে সেই মৃত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন অমিত শাহ।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গতকাল তৃণমূল সরকারের এক বছর পূর্ণ হয়েছে। তার পরের দিনই এই জঘন্য রাজনৈতিক হিংসা। বাংলায় যেখানেই যাচ্ছি, শুধু শুনছি হিংসার রাজনীতির কথা। এটা একটা রাজনৈতিক হত্যা। এর সিবিআই তদন্ত চাই। এই হত্যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।” স্বভাবতই অমিত শাহের এই মন্তব্যে রাজ্য যে অত্যন্ত চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!