এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার প্রশাসন নিয়ে তীব্র কটাক্ষ, কি বললেন মহাগুরু!

বাংলার প্রশাসন নিয়ে তীব্র কটাক্ষ, কি বললেন মহাগুরু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার প্রশাসন নিয়ে সব থেকে বেশি কটাক্ষ করতে দেখা যায় বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। পুলিশ প্রশাসন একেবারে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে বলে অভিযোগ তাদের। আর এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের প্রশাসন নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। যেখানে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছুই নেই বলে দাবি করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যেখানে পশ্চিমবঙ্গের প্রশাসন নিয়ে উস্মা প্রকাশ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, “পশ্চিমবঙ্গে প্রশাসন বলতে কিছু নেই। একেবারে শেষ হয়ে গিয়েছে‌। যদি কোনো ব্যবস্থার মেরুদন্ডকে আঘাত করতে হয়, তাহলে প্রথম আঘাত প্রাপ্ত হয় শিক্ষা। এই রাজ্যের আর কিছু হবে না।”

বিশেষজ্ঞদের মতে, বিজেপির পক্ষ থেকে যখন ক্রমাগত পশ্চিমবঙ্গের প্রশাসন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন একই সুরে সুর মেলালেন মিঠুন চক্রবর্তী। তিনি বুঝিয়ে দিলেন, বাংলার প্রশাসনিক ব্যবস্থা কার্যত ভাঙ্গনের মুখে। যার ফলে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!