এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় পুরসভা ভোট নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানালো সুপ্রিম কোর্ট !

বাংলায় পুরসভা ভোট নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানালো সুপ্রিম কোর্ট !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বহু পুরসভার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। ভোট বাকি পড়ে আছে কলকাতা, শিলিগুড়ি কর্পোরেশন সহ রাজ্যের ১০০ টিরও বেশী পুরসভার। মেয়াদ উর্তীর্ণ হওয়া এই পুরসভা গুলিতে প্রশাসক বসানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অনেক ক্ষেত্রেই বিদায়ী মেয়র, চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। যা নিয়ে যথেষ্ট প্রতিবাদ উঠেছে বিরোধী মহলের পক্ষ থেকে। রাজ্য সরকারের দাবি, করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই পিছিয়ে দেয়া হয়েছে পুরভোট।

অনেকেই ধরে নিয়েছিলেন যে, বিধানসভা ভোটের আগে বোধহয় রাজ্যে পুরভোট হবে না। কিন্তু গতকাল সোমবার এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্ট জানালো যে, পশ্চিমবঙ্গে পুরভোট করাতে হবে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কবে পশ্চিমবঙ্গে পুরভোট করানো সম্ভব হবে? তা আগামী ১৭ ই ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে। আর রাজ্য যদি পুরভোট করাতে অক্ষম হয়, তবে, সুপ্রিম কোর্ট স্বাধীন প্রশাসক নিযুক্ত করবে।

গতকাল সুপ্রিমকোর্টের এই নির্দেশ শোরগোল ফেলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। কারণ, অনেকেই ধরে নিয়েছিলেন যে, পুরভোট আপাতত হবার তেমন কোন সম্ভাবনা নেই। বিধানসভা ভোটের পরে হবে পুরভোট। এদিকে, গত মে মাসে মেয়াদ শেষ হয় কলকাতা পুরসভার। এরপর রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে সেখানে প্রশাসক মন্ডলী গঠন করে। এই প্রশাসক মন্ডলির শীর্ষে বসানো হয় বিদায়ী মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিল রাজ্যের বিভিন্ন বিরোধী মহল।

আপনার মতামত জানান -

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড গঠন নিয়ে যথেষ্ট মামলাও হয়েছে। কিন্তু এরপর থেকে একে একে রাজ্যের সমস্ত পুরসভা গুলিতে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক পদে বসানো হয়েছে। কিন্তু এ বিষয়ে গতকাল স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়েছে যে, রাজ্য যদি পুরভোট করাতে সক্ষম না হয়, তাহলে আদালতের পক্ষ থেকেই স্বাধীন প্রশাসক নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পূর্বে পুরভোট হলে নির্বাচনের হাওয়া অনেকটাই বোঝা সম্ভব হতো। পুরভোটে যদিও গ্রামের মানুষের মনোভাব বোঝা সম্ভব নয়, কিন্তু শহর, মফস্বলের মানুষের মনোভাব কিছুটা বোঝা যেত। তবে করোনা সংক্রমনের কারণেই রাজ্য সরকার পুরভোট স্থগিত করে দেয়। যে ঘটনার যথেষ্ট প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিরোধী দল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল নিজের ক্ষমতা বলেই আটকে রেখেছে পুরভোট। প্রতিবেশী রাজ্য বিহারে যদি করোনা আবহে বিধানসভা ভোট নেয়া যেতে পারে, তবে এ রাজ্যে কেন পুরভোট নেওয়া হবেনা? এমন প্রশ্নও উঠেছিল।

সম্প্রতি, হায়দরাবাদ কর্পোরেশনে বিজেপির আসন বৃদ্ধি দলকে উদ্বুদ্ধ করেছে। এরপর পুরভোট বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। এবার, এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের বক্তব্য। সুপ্রিম কোর্ট এ বিষয়ে রাজ্যকে কি নির্দেশ দেয় সেদিকেই দৃষ্টি সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!