এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার সাংসদ হয়েও বহিরাগত অর্জুন? পিকেকে নিয়ে প্রশ্ন বিজেপির!

বাংলার সাংসদ হয়েও বহিরাগত অর্জুন? পিকেকে নিয়ে প্রশ্ন বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচন বিজেপিকে বহিরাগত দল বলে কটাক্ষ করেছে তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা। আর কিছুদিন পরেই হতে যাওয়া ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপিকে মাঝেমধ্যেই বহিরাগত বলতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। আর এবার শেষ দিনের প্রচারে সেই ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে উপস্থিত হয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে। যেখানে তাকে বহিরাগত বলে বিক্ষোভ দেখান একাংশ।

আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিজেপির পক্ষ থেকে পাল্টা প্রশান্ত কিশোরের কথা তুলে ধরে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। যেখানে প্রশান্ত কিশোর অন্য রাজ্য থেকে আসা ব্যক্তি হওয়া সত্ত্বেও, তাকে আপন করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে তিনি বহিরাগত না হলেও বাংলার সাংসদ অর্জুন সিংহ কেন বহিরাগত হবে, তা নিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের শেষদিনের প্রচারে সেখানে উপস্থিত হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ‌। আর সেখানেই এলাকাবাসীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি তাকে বহিরাগত বলেও দাবি করা হয়। আর তারপরেই এলাকা ছেড়ে চলে আসতে হয় অর্জুনবাবুকে। এদিকে গোটা ঘটনায় যে তৃণমূলের চক্রান্ত রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি।

তবে বাংলার সংসদ হয়েও অর্জুন সিংহকে কেন বহিরাগত শব্দে আক্রমণ করা হল, তা নিয়ে কিন্তু একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেরই বক্তব্য, প্রশান্ত কিশোর তো অন্য রাজ্য থেকে আসা একজন ব্যক্তি। সেদিক থেকে তিনি বহিরাগত না হলেও কেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ তার দলের হয়ে প্রচার করতে গেলে তাকে বহিরাগত শব্দ শুনতে হবে? এটা কি জনতার মতাদেশকে অমান্য করা নয়? তাহলে কি তৃণমূল কংগ্রেস ভবানীপুরে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে? আর সেই কারণেই বিরোধী দলের জনপ্রতিনিধিরা সেখানে প্রচার করতে গেলে তাদের অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে? ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!