এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলার ভোট বিপর্যয়, ব্যর্থতা স্বীকার কেন্দ্রীয় নেতার! শোরগোল বিজেপিতে!

বাংলার ভোট বিপর্যয়, ব্যর্থতা স্বীকার কেন্দ্রীয় নেতার! শোরগোল বিজেপিতে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লক্ষ্য ছিল, 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তারা 200 টির মত আসন দখল করবে। ভোটবাক্স খোলার পর কোনদিকে রেজাল্ট যাবে, তা নিয়ে সংশয় থাকলেও বিজেপি নেতাদের তৎপরতা দেখে একাংশ কার্যত নিশ্চিত ছিল, এবার বিজেপি তাদের টার্গেটে পৌঁছতে সক্ষম হবে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, নির্দিষ্ট টার্গেটে পৌঁছনো তো দূরের কথা, 77 টি আসন পেয়েই থমকে যায় বিজেপির বিজয়রথ। আর তারপরে দলের অন্দরে বারবার এই বিষয় নিয়ে পর্যালোচনা করছে।

কেন এই খারাপ ফলাফল হল, তা নিয়ে একে অপরের ঘাড়ে দোষারোপ করেছেন। তবে এবার গোটা বিষয়ে কার্যত ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। যেখানে নিজেদের রণকৌশলের অভাব ছিল বলে জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও এবার বাংলার এই ভোট বিপর্যয় নিয়ে ব্যর্থতা স্বীকার করে নেওয়া হল। যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে একাংশের মধ্যে।

সূত্রের খবর, মঙ্গলবার বর্ধমানের দুটি জায়গায় বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ। আর সেই বৈঠকেই সঠিক রণকৌশলের অভাব থাকার কারণে এবং উত্তরপ্রদেশ এবং বাংলা মডেল যে এক নয়, তা বুঝতে না পারার জন্যই এই ফলাফল বলে জানিয়ে দেন বিজেপির এই হেভিওয়েট কেন্দ্রীয় নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য বিজেপির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের ফর্মুলাকে দায়ী করেছেন। এক্ষেত্রে বাংলার পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে দাবি করেছিলেন একাংশ। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন নীতি চাপিয়ে দেওয়ার কারণে তা পালন করতে গিয়ে বাংলার মানুষের মন বোঝা সম্ভব হয়নি। আর তার কারণেই এই ফলাফল হয়েছে বলে দাবি করতে দেখা গিয়েছে অনেককে। আর এবার কেন্দ্রীয় বিজেপির হেভিওয়েট নেতা শিবপ্রকাশ বাংলাতে এসে সেই ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন।

বিশেষজ্ঞদের মতে, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই অনেক বিজেপি নেতা কর্মীরা মুষড়ে পড়েছেন। অনেকেই বিজেপি ছেড়ে যোগ দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসে। আবার একাংশ দলের মধ্যে থেকেও দলের শীর্ষ নেতৃত্বের জন্যই এই পরাজয় বলে দাবি করছেন। তাই এই পরিস্থিতিতে এবার গোটা ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে কর্মী-সমর্থকদের মনে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন শিবপ্রকাশ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!