এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলাভাগের দাবি নিয়ে বিভাজন বিজেপিতে, ঐক্যে ফাটলের আশঙ্কা!

বাংলাভাগের দাবি নিয়ে বিভাজন বিজেপিতে, ঐক্যে ফাটলের আশঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা রাজ্য ভাগের দাবি তুলেছিলেন। কিন্তু সেই সময় বিজেপির পক্ষ থেকে তাকে মান্যতা দেওয়া হয়নি। তবে সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়েছে সেই রাজ্যে ভাগের প্রসঙ্গ। যেখানে জন বারলা রাজ্যভাগের কথা বলার সাথে সাথেই পরোক্ষে তাকে সমর্থন জানাতে শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। স্বভাবতই বিজেপি সাংসদের রাজ্যে ভাগের দাবিতে কি বিজেপির রাজ্য নেতৃত্বের সমর্থন রয়েছে, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

পাশাপাশি বিজেপি বাংলাকে সবসময় ভাগ করতে চাইছে বলেও অভিযোগ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে কার্যত দিলীপ ঘোষের বিপক্ষেই হাঁটতে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে। যেখানে বাংলা ভাগের এই বক্তব্যের সঙ্গে তিনি যে সহমত নন, তা নিজের কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন রাহুলবাবু।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জণ বারলার রাজ্যে ভাগের দাবিকে ঘুরিয়ে হলেও সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপর থেকেই আলোড়ন তৈরি হয়েছিল। তবে এবার গোটা বিষয়ে দিলীপবাবুর উল্টো পথে হেঁটে বাংলা যেমন আছে, তেমনই থাকবে বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা রাহুল সিনহা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বে এই ব্যাপারে কোনো মনোভাব নেই, সেই কথা বুঝিয়ে দেন তিনি। যার ফলে এক বাক্যে স্পষ্ট হয়ে যায় যে, দিলীপ ঘোষের এই রাজ্যে ভাগের বক্তব্যের সঙ্গে তিনি সহমত পোষণ করছেন না। আর রাজ্য ভাগের দাবি নিয়ে বিজেপির দুই নেতার দুই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অন্দরের ফাটল যে প্রকাশ্যে চলে এল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যায় যে, এখানে দুটি গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠী দিলীপ ঘোষের এবং অপর গোষ্ঠী দিলীপবাবুর বিরোধীদের। স্বভাবতই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার সঙ্গে যে দিলীপ ঘোষের সম্পর্ক খুব একটা ভালো নয়, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। আর এই পরিস্থিতিতে রাজ্যের দাবি নিয়ে যখন দিলীপ ঘোষ এক কথা বলছেন, তখন তার বিপক্ষে মন্তব্য করে কার্যত শোরগোল ফেলে দিলেন রাহুল সিনহা। স্বভাবতই গোটা বিষয়ে বিজেপির দুই নেতার দুই ধরনের মন্তব্য যে তৃণমূল বাড়তি হাতিয়ার পেয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!