এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় ২০০-এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি – ফের হুঙ্কার বিজেপি নেতার

বাংলায় ২০০-এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি – ফের হুঙ্কার বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য শেষ হওয়া বিহার বিধানসভা নির্বাচনে ব্যাপকহারে জয়লাভ করে গেরুয়া শিবিরের পরবর্তী লক্ষ্য এবার বাংলা। আর তাই বিধানসভা নির্বাচনে বাংলা দখলে বিশেষ তৈয়ারিতে জুটেছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, খুব স্বাভাবিকভাবেই বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ এ রাজ্যের গেরুয়া শিবিরকে আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছে দিয়েছে। আর তাই ভোটের দামামা বাজতে না বাজতেই এবার কোমর বেঁধে নেমে পড়লো গেরুয়া শিবির।

ইতিমধ্যেই বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে দায়িত্ব নিয়ে নিয়েছেন বাছাই করা পাঁচজন কেন্দ্রীয় নেতা। পাশাপাশি এবার শাসকদলের ভাঙ্গনকেও কাজে লাগাতে তৎপরতা দেখা যাচ্ছে বিজেপি শিবিরে। প্রসঙ্গত, তৃণমূলে শুভেন্দু অধিকারীর বিরোধীতার কথা সবারই জানা। সাংবাদিক বৈঠকে এদিন শাসক দলের বিক্ষুব্ধদের বার্তা দিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন কৈলাস বিজয়বর্গীয় বাংলায় দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি বলে দাবি করেন।

এ রাজ্যের দলীয় পর্যবেক্ষক হলেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি আরো একবার অভিযোগ করলেন সাংবাদিকদের সামনে রাজ্যে বিজেপি কর্মীদের ওপর হয়ে চলা অন্যায় নিয়ে। তিনি অভিযোগ করেন, এ রাজ্যের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের শাসকদল ভয় দেখাচ্ছে। পাশাপাশি তিনি জানান, বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং ক্ষমতায় এসে বিজেপি প্রথমেই দুর্নীতিমুক্ত সরকার গড়বে। এদিন কৈলাস বিজয়বর্গীয় শাসকদলের বিদ্রোহীদের স্বাগত জানিয়েছেন গেরুয়া শিবিরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা নির্বাচনের পর থেকেই একুশের বিধানসভা নির্বাচন পাখির চোখ করেছে কেন্দ্রীয় গেরুয়া শিবির। এ রাজ্যের সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় বিজেপি নেতারা। আর এবার জানা গিয়েছে, বাংলার সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে কেন্দ্রীয় শীর্ষ নেতারা এবার থেকে প্রতিমাসে এরাজ্যে আসতে চলেছেন। আপাতত জানা গিয়েছে, আগামী 30 নভেম্বর রাজ্যে আরও একবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিশেষজ্ঞদের মতে, এবার রাজ্যে সর্বত্র গেরুয়া পতাকায় মুড়ে দিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি শিবির। আর তাই বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক রাজনৈতিক ঘুঁটি সাজিয়ে চলেছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, একুশের বিধানসভা নির্বাচন রাজ্যের প্রতিটি দলের জন্যই হতে চলেছে অত্যন্ত চ্যালেঞ্জের। আর সেদিকে নজর রেখেই বাংলায় কৈলাস বিজয়বর্গীয় দু’শোর বেশি আসন পাওয়ার যে দাবী করলেন, তা কতদূর সফল হয় সেদিকেই এখন থেকে নজর রাখা হবে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!