এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বাংলায় আমাদের সরকার থাকবে। আপনাদের বিনামূল্যে রেশন দেবে’। বাবুলের গড় থেকে হুঙ্কার মমতার

‘বাংলায় আমাদের সরকার থাকবে। আপনাদের বিনামূল্যে রেশন দেবে’। বাবুলের গড় থেকে হুঙ্কার মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পশ্চিমবঙ্গের রানীগঞ্জে জনসভা মুখ্যমন্ত্রীর। এই জনসভা থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে এবং সকলকে বিনামূল্যে রেশন দেয়া হবে। তিনি জানালেন যে, জুন মাস পর্যন্ত রেশন দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও থাকবে তৃণমূল সরকার। সবাইকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এখনো পর্যন্ত যারা কন্যাশ্রী পায় নি। তাদেরকে কন্যাশ্রী দেয়া হবে। মুখ্যমন্ত্রী জানালেন যে, এটা সকলেরই পরিবার, তিনি কেউ নন, এই ঘর জনগণের।

রানীগঞ্জের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, তৃণমূল সরকার ২৯ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে। তিনি জানালেন, ৩৭০০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার। আবার ৫৮৩৬ টি পরিবার এয়ারপোর্ট নির্মাণের জন্য জমি দিয়েছিল, তাদের সকলকে জমির ব্যবস্থা করে দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন, উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের ট্যাবলেট বিতরণ করা হবে। স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে তিনি জানান যে, এই কার্ডের মূল্য ৫ লক্ষ টাকা। কারণ, এখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য দেয়া হয়।

এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, সরকারি হাসপাতালে যেমন বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, তেমনি স্বাস্থ্য সাথীর কার্ডেও তা পাওয়া যাবে। এরপর তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, বিজেপি ঝড়ের বেগে গুজব ছড়িয়ে থাকে। কিন্তু তৃণমূল ঝড়ের বেগে উন্নয়ন করবে। তিনি অভিযোগ করেছেন যে, ভোট এলে বিজেপি বাইরে থেকে লোক আনে। বিজেপি আদিবাসীদের মধ্যে ভেদাভেদ ছড়ায়। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিটে গেলে বিজেপি পালিয়ে যায়। তিনি অভিযোগ করেছেন যে, ভোটের সময় প্রচুর টাকা ছড়িয়ে থাকে বিজেপি।

আপনার মতামত জানান -

বিজেপির প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, আসানসোলকে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আসানসোলের বিজেপি সংসদ শহরবাসীকে কিছুই দেন নি। এরপর কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি জানান যে, সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। তিনি প্রশ্ন করলেন যে, রেল বেসরকারিকরণ করে দিলে, ব্যাংক উঠিয়ে দিলে গরীব মানুষেরা কোথায় যাবেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রেল কিছুতেই বেসরকারিকরণ করতে দেয়া হবে না। কোন রাষ্ট্রায়ত্ব ব্যাংকেও বিক্রি করতে দেয়া হবে না বলে জানান তিনি।

এই সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, রাজ্য সরকার সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে আছে। তিনি জানান যে, বাংলাকে কখনোই গুজরাট করতে দেয়া হবে না। তিনি বলেন যে, বাংলা বাংলাই, সবাইকে এটা মনে রাখতে হবে। বাংলাতে সবাই একসঙ্গে থাকে। এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর জানান, বিজেপির সঙ্গেই আছে কয়লা মাফিয়া। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি মিছিল করে নিজেই লোক মেরে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!