এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় বাড়ছে ক্ষোভ, কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি বিজেপি সংসদের!

বাংলায় বাড়ছে ক্ষোভ, কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি বিজেপি সংসদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মার্চ মাসে করোনা সংক্রমনের কারণে রাজ্য ও দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখন চলছে যার আনলক পর্ব। এই আনলক পর্বে খুলেছে অনেক কিছুই। দোকান, বাজার, শপিং মল, কমপ্লেক্স, মাল্টিজিম অনেক কিছুই খুলেছে। মেট্রো ট্রেন পর্যন্ত চলতে শুরু করেছে। কিন্তু এখনো বন্ধ আছে রাজ্যে লোকাল ট্রেন। লোকাল ট্রেন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বহু নিত্যযাত্রীকে।

অনেকে আবার জোর করে স্পেশাল ট্রেনে উঠছেন। তাদের বাধা দেওয়ায় চলছে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ, অবরোধ। এই অবস্থায় পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু করতে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।

প্রসঙ্গত গত ২১ শে মার্চ মার্চ থেকে লকডাউনের কারণে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি মেট্রো ট্রেন চালু হলেও, লোকাল ট্রেন এখনো চালু হয়নি। তবে শ্রমিক স্পেশাল ট্রেন ও কিছু দূরপাল্লার ট্রেন চলতে শুরু করেছে রাজ্য জুড়ে। তবে হাতে গোনা কয়েকটি স্পেশাল ট্রেনই চালানো হচ্ছে। কিন্তু সেই ট্রেনগুলিতে নিত্যযাত্রীদের প্রবেশে নিষেধ করা হয়েছে। এর ফলে নাকানী-চোবানী খাচ্ছে সাধারণ মানুষ। এর ফলে অনেকসময় নিয়ম না মেনেই ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন অনেকে।

অনেকেই নিজেদের রেলের কর্মীর পরিচয় দিয়ে উঠে পড়েছেন স্পেশাল ট্রেনে। গত রবিবার নিত্যযাত্রীদের স্পেশাল ট্রেনের ওঠাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল দেখা দেয় হুগলি জেলার বেশকিছু স্টেশনে। যে কারণে আজ সোমবার সকালে লিলুয়া স্টেশনে চেকিং বসানো হয়েছিল। এই স্টেশন থেকে হাওড়া যাওয়ার একটি স্পেশাল ট্রেন চেকিং করা হয়েছিল। সেসময়ে বহু যাত্রী ধরা পড়েন, যারা নিজেদের রেলের কর্মী পরিচয় দিয়েছিলেন। তৎক্ষণাৎ ট্রেন থেকে নামিয়ে দেয়া হয় তাদের ও তাদের জরিমানা করা হয়। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ দেখান তারা লিলুয়া স্টেশনে। বেশ কিছুসময়ের জন্য অবরুদ্ধ হয়ে পরে স্টেশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনের চলাচল সম্পর্কে হাওড়ার ডিআরএম ইশাক খান জানিয়েছেন, ” রাজ্যের অনুমতি না পেলে ট্রেন চালানো হবে না। এমনকি অ-রেলকর্মীদের ট্রেনে চড়তে দেওয়া হবে না।” প্রসঙ্গত রেলের পক্ষ থেকে ইতিপুর্বেও জানানো হয়েছিল যে, রাজ্য সরকার অনুমতি দিলে রাজ্যে চলতে পারে লোকাল ট্রেন।

প্রসঙ্গত এবার এ বিষয়ে হস্তক্ষেপে উদ্দেশ্যে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখলেন রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। এই চিঠিতে তিনি লিখেছেন যে, পশ্চিমবঙ্গে দ্রুত লোকাল ট্রেন পরিষেবা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক রেলমন্ত্রক। এর সঙ্গে সঙ্গে তিনি লোকাল ট্রেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি পালনকে বাধ্যতামূলক করতে বলেছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গেছে।

লোকাল ট্রেনের দিকে নজর রয়েছে সকলেরই। যাত্রী পরিবহনে এর জুড়ি নেই। ট্রেন বন্ধ থাকাতে বাড়ছে বিক্ষোভও। এই আবহে বিজেপি সাংসদ স্বপন দাসগুপ্তর এই চিঠি তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!