এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় ভরাডুবি হতেই ‘হাওয়া’ হেভিওয়েট নেতারা! সামাল দিতে পাঞ্জাব থেকে ‘বুদ্ধি ধার’ বিজেপির?

বাংলায় ভরাডুবি হতেই ‘হাওয়া’ হেভিওয়েট নেতারা! সামাল দিতে পাঞ্জাব থেকে ‘বুদ্ধি ধার’ বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে আশানুরূপ সাফল্য আসেনি বিজেপির। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা নেয়া হলেও, মাত্র ৭৭ টি আসনে কাঙ্ক্ষিত সাফল্য এসেছে। দলের এই পরাজয়ের পর থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার দুষতে শুরু করেছেন দলের একাধিক হেভিওয়েট। বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় দুষেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। এদিকে দীর্ঘদিন ধরে রাজ্যে থাকা দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। পরিবর্তে বিজেপির অপর এক কেন্দ্রীয় নেতা এসেছেন পশ্চিমবঙ্গে।

দলের ভরাডুবি হতেই রাজ্যের দায়িত্বে থাকা দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। কেন্দ্রীয় বিজেপি নেতা শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে চলে গেছেন রাজ্য থেকে। এই পরিস্থিতিতে এবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ।

পাঞ্জাবের এক প্রভাবশালী বিজেপি নেতা হলেন তরুণ চুঘ। নির্বাচনে সাফল্য না এলেও, দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একেবারে নব্বইয়ের দশক থেকে বিজেপির সঙ্গে জড়িত আছেন তিনি। তার পূর্বে আরএসএস, এবিভিপি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। যদিও নির্বাচনে সাফল্য আসেনি তাঁর কখনোই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর ও লাদাখ এর পর্যবেক্ষকের গুরু দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। এবার তাঁকে পশ্চিমবঙ্গেরও পর্যবেক্ষক করতে পারে বিজেপি। এমন জল্পনা রয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো কিছু জানানো হয়নি। এদিকে, নির্বাচনে দলের পরাজয়ের পর নানারকম কাটাছেঁড়া শুরু হয়েছে।

দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অনেকে দোষারোপ করতে শুরু করেছেন। বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মননকে যেমন কটাক্ষ করেছেন, তেমনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অভিযুক্ত করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যে এলেন পাঞ্জাবের এই বিজেপি নেতা। হেস্টিংসের সদর দপ্তরে একাধিক বৈঠক করেছেন তিনি।

বিজেপির লড়াকু মুখ হিসেবে উঠে আসা শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর হিংসা, মহিলাদের ওপর নির্যাতন, ধর্ষণের পরিস্থিতি পর্যালোচনা করতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ এসেছেন পশ্চিমবঙ্গে। তবে তিনি এখন বাংলার গুরু দায়িত্ব নেবেন কিনা? তা এখনও নিশ্চিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!