এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলায় ভোটের দফা যত এগোচ্ছে ততই তৃণমূলনেত্রী বুঝতে পারছেন তার পরাজয় অবশ্যম্ভাবী।” – কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

“বাংলায় ভোটের দফা যত এগোচ্ছে ততই তৃণমূলনেত্রী বুঝতে পারছেন তার পরাজয় অবশ্যম্ভাবী।” – কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট সপ্তমী শেষ হলো, এবার ভোট অষ্টমীর অপেক্ষায় বঙ্গবাসী। পরিবর্তন না প্রত্যাবর্তন? এই প্রশ্নই এখন ঘুরছে সমগ্র রাজ্যবাসীর মনে। আর এই পরিস্থিতিতে বিজেপির ক্ষমতা লাভ তথা সরকার গঠন সম্পর্কে আশাবাদী বক্তব্য, আবার একাধারে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে তিনি জানালেন যে, ভোটের দফা যতই এগোচ্ছে, ততোই তৃণমূল নেত্রী বুঝতে পারছেন যে, তাঁর পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, এবার আর কেউ মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারবেনা, বাংলায় পরিবর্তন আসবেই। তিনি জানালেন, ষষ্ঠ দফা ভোটের পরেই ১৬০ টি আসন চলে গেছে বিজেপির ঝুলিতে। অষ্টম দফায় সেই আসনসংখ্যাকে ২২০ তে নিয়ে যাবার চেষ্টা করছেন তাঁরা। এরপরই মুখ্যমন্ত্রীর উদেশ্যে তিনি জানালেন, পরাজয়ের ভয় তাড়া করতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর শরীরী ভাষাও বদলে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোট প্রচারের ময়দানে দাঁড়িয়ে ধমক দিচ্ছেন পুলিশকে, বলছেন কমিশন চলে গেলে দেখে নেবেন তিনি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানান, আগামী ২ রা মের পর নির্বাচন কমিশনের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে যাবেন। তখন কে কাকে দেখে নেবেন? প্রশ্ন করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ জানালেন, এই সমস্ত ধমকানিতে মানুষ আর ভয় পান না। ধমকানি দিয়ে এখন আর কাজ হবে না। তৃণমূলের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে জানালেন, এতদিন তাঁরা যা করেছেন, এবার সকলে ভদ্রলোক হয়ে যান। তা না হলে দুষ্কৃতী থেকে শুরু করে পুলিশ, আর পুলিশ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই তাদেরকে রক্ষা করতে পারবেন না।

এরপর মুখ্যমন্ত্রীকে একাধিক হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাইও বাড়িতে থাকতে পারবেন না। এভাবেই ভোটের শেষ দফার পূর্বেই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি হাজার চেষ্টা করেও ৮০ টির বেশি আসন পাবে না। রাজ্যের শাসন ক্ষমতায় আবার ফিরতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!