এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা, কখন কোথায় কিভাবে চলবে বৈঠকে বসছে রাজ্য ও রেলকর্তারা

বাংলায় চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা, কখন কোথায় কিভাবে চলবে বৈঠকে বসছে রাজ্য ও রেলকর্তারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনার আনলক পর্বে মেট্রো চালু হলেও লোকাল ট্রেন এখনো অধরাই সাধারণ মানুষের কাছে। অন্যদিকে কর্মসংস্থানগুলি খুলে যাওয়ায় সাধারণ মানুষের কাছে তাই গন্তব্যস্থলে পৌঁছানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বস্তুত দেশের সাধারন মানুষদের যে একটা বড় অংশ লোকাল ট্রেনকে অবলম্বন করেই যাতায়াত করে থাকেন সে কথা আলাদা করে বলে দিতে হয় না।

কিন্তু আনলক পর্বে এরাজ্যে কেবলমাত্র রেল কর্মীদের জন্যই বিশেষ ট্রেন চলেছে। জরুরী পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত সাধারণ যাত্রীদের কিন্তু সেই ট্রেনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে যাত্রীরা জোর করে ট্রেনে উঠতে চাইলে আরপিএফ এর অমানবিক আচরণের মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

এমন পরিস্থিতিতে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখা যায় যাত্রীদের মধ্যে। আর তাই এমন অশান্তকর পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানো হোক এমন দাবি উঠেছিল বিভিন্ন ক্ষেত্রে। বস্তুত নিউ নরমালে কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে ইপাস ব্যবহার করে বহু মানুষ বর্তমানে মেট্রো পরিষেবা গ্রহণ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে এর চাহিদা লক্ষ্য করে পরবর্তীকালে মেট্রো সংখ্যা বাড়ানোর নিয়েও পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে। তাই এরপর দৈনিক ট্রেন চালানোর ক্ষেত্রেও রাজ্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করুক, সে বিষয়ে আশা রেখেছিলেন সাধারণ মানুষ। আর এমন পরিস্থিতিতে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে নবান্ন থেকে রেলের চিঠি পাঠানো হয়েছিল বলে জানা যায়।

আর সেই ডাকে সাড়া দিয়ে নবান্নে আগামীকাল রেল কর্তারা এই বিষয়ে আলোচনা করতে আসছেন বলে জানা গেছে। যা নিয়ে আপাতত আশার আলো দেখছেন সাধারণ মানুষ। তথ্য সূত্রে জানা গেছে, শনিবার সন্ধেবেলাতেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের ফোনে কথা হয়েছে বলে জানা যায়। সোমবার রেল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে।

এরপর রেল কর্তৃপক্ষ জানায় আগামীকাল বিকেলে কয়েকজন অফিসার নবান্নে যাবেন। সেইসঙ্গে সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের উপস্থিত থাকার কথা আছে বলেও জানা যায়। এক্ষেত্রে রাজ্যের প্রস্তাব, এই মুহূর্তে কলকাতা মেট্রো পরিষেবা যেভাবে চলছে, তাকে মডেল করেই সকাল-সন্ধে কয়েকজোড়া ট্রেন চালানো হোক। তবে এক্ষেত্রে জানা গেছে, রাজ্য এবং রেল উভয়েই নিজের নিজের প্রস্তাব দেবেন এবং তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!