এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় করোনা দুর্নীতিতে হতে চলেছে এবার বড়সড় পদক্ষেপ? রাজ্যপালের পদক্ষেপ ঘিরে তীব্র জল্পনা

বাংলায় করোনা দুর্নীতিতে হতে চলেছে এবার বড়সড় পদক্ষেপ? রাজ্যপালের পদক্ষেপ ঘিরে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকর এর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল এর সম্পর্ক মোটেই মধুর নয়। বার বার করে রাজ্যপাল রাজ্য সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগের কাঠগড়ায় তুলেছেন। এক মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সমস্ত দিক থেকে আক্রমণ করে, রাজ্য সরকারকে ‘হীরক রাজার দেশের’ সঙ্গে তুলনা করেছিলেন তিনি। সম্প্রতি করোনা রোগ নিরাময়ের কারণে রাজ্য সরকারের কেনা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নিয়ে দুর্নীতির অভিযোগে পুনরায় সরব হলেন রাজ্যপাল।

ইতিপূর্বে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে করোনার চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। সেসময় রাজ্যপালও রাজ্য সরকার কে অভিযোগের কাঠগড়ায় তুলেছিলেন। বিভিন্ন মহলের উথ্থাপিত অভিযোগের কারণে শেষ পর্যন্ত রাজ্য সরকার করোনার চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতি বিষয়ে অনুসন্ধানের জন্য রাজ্য সরকারের অধীনে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল। করোনা চিকিৎসা সরঞ্জাম দুর্নীতির অনুসন্ধানের কারণে গঠিত তিন সদস্যের এই কমিটির ব্যাপারটিকে সম্পূর্ণ মিথ্যা ও লোক দেখানো বলে অভিযোগ তুললেন রাজ্যপাল। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে দু পাতার একটি চিঠি দিয়ে এই দুর্নীতির পূর্ণ বিচার বিভাগীয় তদন্তর দাবি জানালেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা এই চিঠি সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে দিয়ে তা সকলের কাছে পৌঁছে দিলেন রাজ্যপাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দুর্নীতির বিরুদ্ধে তিন সদস্যের কমিটির পরিবর্তে সম্পূর্ণ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল। মুখ্য মন্ত্রীর উদ্যেশ্যে লেখা এই চিঠিতে রাজ্যপাল লিখেছেন যে, সম্পূর্ণ বেনিয়মে রাজ্য করোনা চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে ২০০০ কোটি টাকা ব্যয় করেছে। এই খরচের সম্পূর্ণ হিসাব চেয়েছেন রাজ্যপাল।

সরঞ্জাম দুর্নীতির তদন্তে গঠিত তিন সদস্যের রাজ্য সরকারি এই কমিটি সম্পর্কে রাজ্যপাল জানিয়েছেন, ” করোনা চিকিৎসার সরঞ্জামের ফরমায়েস দিয়েছিলেন প্রধান সচিবই। তাই তাঁর নেতৃত্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধান প্রক্রিয়ায় স্বার্থজনিত প্রভাব পড়তে বাধ্য।” তাঁর মতে, রাজ্য সরকারের তিন সদস্যের এই কমিটির অনুসন্ধান মিথ্যে ও অবিশ্বাস্য যোগ্য। কারণ রাজ্যের যে প্রদান সচিব সরঞ্জাম কেনার আদেশ দিয়েছিলেন, তাঁর নেতৃত্বেই গঠন করা হয়েছে এই অনুসন্ধান কমিটি। তাই এই কমিটির রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও মিথ্যে হবে বলে দাবি করেছেন রাজ্যপাল।

অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রীকে দেওয়া রাজ্যপালের এই চিঠির জবাব দিতে দেখা গেল রাজ্য সরকারকে। চিঠির জবাবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে করোনা চিকিৎসার কারণে সরঞ্জাম কেনার বিষয়টি সম্পূর্ণ ভাবে রাজ্যের আওতাধীন, এ বিষয়ে কোনো বিচার বিভাগীয় তদন্ত করা যায় না। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের এক্তিয়ারভুক্ত নয়।এ প্রসঙ্গে শাসক দলের জনৈক সাংসদ রাজ্যপালের অভিযোগ প্রসঙ্গে বলেছেন, ” রাজ্যপালের এধরণের আচরণ সমস্যা তৈরি করছে।” তবে এবার রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছেন সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!