এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় একুশের ভোটে আসাউদ্দিন ওয়েইসির প্রার্থীই দেওয়া নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

বাংলায় একুশের ভোটে আসাউদ্দিন ওয়েইসির প্রার্থীই দেওয়া নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারের নির্বাচনে আসাউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম মোট ২০ টি আসনে প্রার্থী দিয়েছিল। যার মধ্যে তারা জয়লাভ করেছে ৫টি আসনে। বিহারের মোট ভোটের ১.২৪ শতাংশ ভোট পেয়েছে তারা। এদিকে বিহারের বেশকিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে মহাজোটের ভরাডুবি ঘটিয়েছে তারা, যে কথা জানাচ্ছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। বিহারের ভোটে উল্লেখযোগ্য সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন আসাউদ্দিন ওয়েইসি।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে আসাউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে একাধিক মন্তব্য করেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। তবে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়েইসির মিম দলের প্রার্থী দেওয়া প্রসঙ্গে কোন বিরূপ মন্তব্য করলো না রাজ্য বিজেপি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মিম যদি এ রাজ্যতে রাজনীতি করতে চায়। তাহলে তাদের আটকানো যাবে না। মিম কি করবে, তা বিজেপির হাতে নেই।

প্রসঙ্গত বিহারের নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। জানা যাচ্ছে যে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাংলাভাষী মুসলিমদের কাছে টানার চেষ্টা করছে মিম। মিমের পরিকল্পনা অনুযায়ী বাংলাভাষী মুসলিমদের যদি তার দলের প্রার্থী করা হয়। তবে তারা নির্বাচনে সাড়া ফেলতে পারবে। এদিকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আসাউদ্দিন ওয়েইসির মিম দলের সংগঠন বেড়েছে। এবার তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা করায়, তা নিয়ে সংশয় বেড়েছে কংগ্রেস, তৃণমূল ও সিপিএমএর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মিম প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যেমন সিপিএম, কংগ্রেস, তৃণমূলের সমস্যা হতে পারে, তেমনি রাজনৈতিক ফায়দা হতে পারে বিজেপির এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। কারণ পশ্চিমবঙ্গের বেশকিছু আসনের নির্ণায়ক হলো সংখ্যালঘুরা। এ প্রসঙ্গে তৃণমূলের জনৈক শীর্ষ নেতা জানালেন যে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি ছদ্ম রাজনীতি কখনোই কাজে লাগবে না। এ রাজ্যে সম্পূর্ণভাবেই পরাজিত হবে মিম।

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, পশ্চিমবঙ্গের মুসলিম ভোট তাঁরা কখনোই নিয়ন্ত্রণ করেন না। কিন্তু সংখ্যালঘুরা যদি সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দেন তাহলেই বুঝে নিতে হবে যে, এই দলগুলো এতদিন ধরে তাঁদের বোকা বানিয়েছে। সংখ্যালঘুরা যদি তাঁদের মত বদলান এবং তার ফলে যদি রাজ্যের সমীকরণ বদলে যায়। তবে তাতে বিজেপির কোন হাত নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, আসাউদ্দিন ওয়াইসির মিম দলের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে যথেষ্ট জল্পনা ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এই আবহে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনেকের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!